মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন থেকেঃ
পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছে। উপজেলার সদর বাজারের পুরাতন ইউপি ভবনের পেছনে অবস্থিত কামার পট্টির কামারেরা ব্যাস্ত সময় পার করছে। ৯সেপ্টেম্বর শুক্রবার বিকেলে দোকান গুলো ঘুরে দেখা যায় কেউ কয়লার আগুনে লোহা পুড়িয়ে ‘দা’
বানাচ্ছে আবার কেউ ক্রেতাদের চাকু গুলোতে শেষ বারের মত শান দেওয়ার কাজে ব্যাস্ত রয়েছে। কামার সুজন, উদ্ভব, ভুট্ট্র, বারোন ও নিরাঞ্জনের সাথে কথা বলে জানা যায় ছোট বেলা থেকেই তারা এই পেশায় রয়েছে। আবার তাদের মধ্যে অনেকে বাপ-দাদার পেশাটাকে ধরে রেখেছে। তারা জানায় প্রতি বছর শুধু কোরবানির ঈদের আগেই তাদের কর্ম ব্যাস্ততার পাশাপাশি কেনা বেচাও বেশি হয়। তাছাড়া বছেরের বাকি সময় গুলো তাদের কোন মতে “নুন আনতে পানতা ফুরানোর মত অবস্থা থাকে”। কোন দিন কাজ থাকে আবার কোন দিন থাকেনা। তবে এই বছর তাদের বেচাঁ বিক্রি ভালো থাকলেও বাজারে রেডিমেট দা, কাচি, ছুড়ি, বটি ও চাপাতি বিক্রি হওয়ায় তাদের ঘাম ঝড়ানো শ্রমে নিজ হাতে তৈরী মানসম্মত ও টেকসই মালামালের সঠিক মুল্য পাচ্ছেনা বলেও জানায় তারা। রেডিমেট দা-ছুড়ি বিক্রেতা মো. জিয়া জানায় ঢাকা থেকে তারা এসকল মালামাল কিনে এনে বিক্রি করে। দাম কম হওয়াতে অনেকই এসব দা, ছুড়ি কিনছে। #
পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছে। উপজেলার সদর বাজারের পুরাতন ইউপি ভবনের পেছনে অবস্থিত কামার পট্টির কামারেরা ব্যাস্ত সময় পার করছে। ৯সেপ্টেম্বর শুক্রবার বিকেলে দোকান গুলো ঘুরে দেখা যায় কেউ কয়লার আগুনে লোহা পুড়িয়ে ‘দা’
বানাচ্ছে আবার কেউ ক্রেতাদের চাকু গুলোতে শেষ বারের মত শান দেওয়ার কাজে ব্যাস্ত রয়েছে। কামার সুজন, উদ্ভব, ভুট্ট্র, বারোন ও নিরাঞ্জনের সাথে কথা বলে জানা যায় ছোট বেলা থেকেই তারা এই পেশায় রয়েছে। আবার তাদের মধ্যে অনেকে বাপ-দাদার পেশাটাকে ধরে রেখেছে। তারা জানায় প্রতি বছর শুধু কোরবানির ঈদের আগেই তাদের কর্ম ব্যাস্ততার পাশাপাশি কেনা বেচাও বেশি হয়। তাছাড়া বছেরের বাকি সময় গুলো তাদের কোন মতে “নুন আনতে পানতা ফুরানোর মত অবস্থা থাকে”। কোন দিন কাজ থাকে আবার কোন দিন থাকেনা। তবে এই বছর তাদের বেচাঁ বিক্রি ভালো থাকলেও বাজারে রেডিমেট দা, কাচি, ছুড়ি, বটি ও চাপাতি বিক্রি হওয়ায় তাদের ঘাম ঝড়ানো শ্রমে নিজ হাতে তৈরী মানসম্মত ও টেকসই মালামালের সঠিক মুল্য পাচ্ছেনা বলেও জানায় তারা। রেডিমেট দা-ছুড়ি বিক্রেতা মো. জিয়া জানায় ঢাকা থেকে তারা এসকল মালামাল কিনে এনে বিক্রি করে। দাম কম হওয়াতে অনেকই এসব দা, ছুড়ি কিনছে। #
No comments:
Post a Comment