সালথায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, September 3, 2016

সালথায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা

নুরুল ইসলাম নাহিদ ঃ
ফরিদপুরের সালথায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ, ইমাম ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়. ৭টি মাদ্রাসা এবং ২টি কলেজের আয়োজনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা অনুষ্ঠিত হয় সালথা মাধ্যমিক বিদ্যালয়েও। সেখানে পরিচালনা পর্ষদের সভাপতি চৌধুরী সাব্বির আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশেদা খানম, প্রধান শিক্ষক মিজানুর রহমান, সালথা প্রেসক্লাব সাধারন সম্পাদক নুরুল ইসলাম, যুবলীগ নেতা মামুন মিয়া প্রমুথ। জয়ঝাপ উচ্চ-বিদ্যালয় পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি  আবু মোল্যার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, প্রধান শিক্ষক মিরাজ আলী প্রমুখ।#

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages