ফরিদপুরে উপমাহাদেশের প্রখ্যাত দোতারা শিল্পী কানাই লাল শীলের মৃত্যু বার্ষিকীতে স্মরনোৎসব - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, September 5, 2016

ফরিদপুরে উপমাহাদেশের প্রখ্যাত দোতারা শিল্পী কানাই লাল শীলের মৃত্যু বার্ষিকীতে স্মরনোৎসব

স্টাফ রিপোর্টারঃ
লোক সঙ্গীতের মুকুটহীন সম্রাট দোতারা সাধক কানাই লাল শীলের ৪০তম প্রয়াণ দিবস ফরিদপুরে পালিত হয়েছে। পল্লী কবি জসীম উদ্দিনের বাড়ির উঠানে সোমবার সন্ধ্যায় এ উপলক্ষ্যে স্মরনোৎসবের আয়োজন করে স্থানীয় সাহিত্য পত্রিকা “উঠোন”।
লেখক, সাংবাদিক মফিজ ইমাম মিলনের সভাপতিত্বে উৎসবে সাধক কানাই লালের উপর আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেন, প্রাবন্ধিক মো: মঈনউদ্দিন, মুক্তিযোদ্ধা পিকে সরকার, সাংবাদিক হাসানউজ্জামান প্রমুখ। এসময় ফরিদপুরের আরেক কিংবদন্তি বাউল আব্দুর রহমানকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। দোতরায় কানাইলাল শীলকে স্মরণ করেন আমিনুর রহমান মিন্টু। কানাইলাল শীলের শিষ্য রমেশ শীলের গান পরিবেশন করেন বাউল অমিয়, কবিতা পাঠ করেন রাজ্জাক রাজা। বাউল শিল্পী হাজেরা বিবির শিষ্য নগেন সরকার, আবুল খায়ের বাউল, স্থানীয় শিল্পী পাগলা সিদ্দিক ও লাইলী লোক গান পরিবেশন করেন উৎসবে। কানাই লাল শীলকে উৎস্বর্গ করে মফিজ ইমাম মিলনের লেখা হাজেরা বিবির জীবনীর উপর একটি গ্রন্থ উৎসবে উপস্থাপন করা হয়। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages