ছয় সহস্রাধীক পটকাসহ আটক ১ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, September 2, 2016

ছয় সহস্রাধীক পটকাসহ আটক ১

স্টাফ রিপোর্টার
ফরিদপুরে র‌্যাব ৮ এর অভিযানে ৬ হাজার ৮শত ৮৪ পিস অবৈধ পটকা(চকলেট বাজি) সহ ১ যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম লোকনাথ তাম্বুলী। সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুন্ডুপাড়া গ্রামের রতন তাম্বলীর ছেলে।

র‌্যাব ৮ ফরিদপুর কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল হাসান জানান, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে করিমপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় হাবিব প্যাকেজিং মিলের সামনে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে লোকনাথ পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ধরে ফেলে। পরে তার কাছে ও ব্যাগে রক্ষিত অবস্থায় ওই অবৈধ পটকা(চকলেট বাজি) জব্দ করা হয়।

তার বিরুদ্ধে কোতয়ালী মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages