বিশেষ কায়দায় নসিমনে করে ফেনসিডিল পাচার॥ফেনসিডিলসহ আটক চার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, September 8, 2016

বিশেষ কায়দায় নসিমনে করে ফেনসিডিল পাচার॥ফেনসিডিলসহ আটক চার

স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নতুন বাসস্টান্ড সংলগ্ন প্রগতি ফিলিং স্টেশনের সামনে থেকে ৩’শ ৯০ পিচ ফেনসিডিলসহ চার মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে মো. আমিনুর রহমান (২৫), আলমগীর মন্ডল (৩৪), বিপুল রহমান (৩৪) এবং মো. রিজাউল বিশ্বাস (৩০) আটক করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিমউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশের একটি দল খড় বোঝাই নসিমনকে থামার নির্দেশ দিলে নসিমনে থাকা চার ব্যাক্তি নসিমন নিয়ে মোল্লাবাড়ি সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দল তাড়া করে ধরে ফেলে। পরে নসিমনের পাটাতনের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৩৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
আটককৃতরা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মান্দার গ্রামের মন্টু শেখের পুত্র আমিনুর রহমান (২৫), ফরিদপুর কোতয়ালী থানার মোজাফরডাঙ্গি গ্রামের লাল মিয়া বিশ্বাসের পুত্র রেজাউল বিশ্বাস(৩০), যশোহর জেলার চৌগাছা থানার আলতাফ মন্ডলের পুত্র আলমগীর মন্ডল (৩৪), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মান্দার গ্রামের মৃত সুলতান মন্ডরের পুত্র মোঃ বিপুল রহমান (৩৪)। এদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের হবে বলে জানিয়েছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages