ফরিদপুরে কোরবানীর গরু গোসল করাতে গিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, September 8, 2016

ফরিদপুরে কোরবানীর গরু গোসল করাতে গিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

স্বজনদের আহাজারি।
স্টাফ রিপোর্টার, ৮ অগাষ্ট ঃ
ফরিদপুর শহরের আলীপুর এলাকায় কুমার নদে কোরবানীর গরু গোসল করাতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। নিহত ওই শিক্ষার্থীর নাম নাজমুস সাকিব। সে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে পারিবারিক সূত্র। নাজমুস সাকিব ফরিদপুরের জনতা ব্যাংক কর্মকর্তা আনিসুল হকের ছেলে।

পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে আজ দুপুরে কোরবানীর জন্য কিনে আনা গরুকে গোসল করাতে যায় সাকিব। গোসল শেষে গরুকে তীরে তুলে দিয়ে সাকিব নিজে গোসল করার জন্য গভীর পানিতে যায়। এসময় তীব্র স্রোত ও পানির গভীরতার কারনে তলিয়ে যায় সাকিব। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে পৌছে সাকিবকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
এই ঘটনায় পুরো এলাকায় শোকস্তব্দ হয়ে আছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages