চরভদ্রাসনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, September 8, 2016

চরভদ্রাসনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

মোস্তাফিজুর রহমান, চরভদ্রাসন থেকে
“অতীত কে জানবো, আগামী কে গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৬ উদ্যাপন করা হয়েছে। উপজেলা পরিষদের আয়জনে দিবসটি উপলক্ষে  ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যলী বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা সহকারি কমশিনার(ভূমি)পারভেজ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, আরডিও মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
#


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages