ফরিদপুরের প্রত্যান্ত গ্রামে ঈদ উপলক্ষে ভেলা বাইচ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, September 27, 2015

ফরিদপুরের প্রত্যান্ত গ্রামে ঈদ উপলক্ষে ভেলা বাইচ

নিউজ টুডে ফরিদপুর, ২৭ সেপ্টেম্বর
নদী মাতৃক বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা খেলার সাথে মিশে আছে নৌকা বাইচ। কিন্তু বর্তমানে নদ-নদী, বিল বাওড় এ পানি না থাকায় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে জনপ্রিয় এই নৌকা বাইচ প্রতিযোগীতা। বাঙালীর ঐতিহ্য ও প্রানের এ আনন্দ ধরে রাখতে ও ঈদ আনন্দকে আরো একটু বাড়িয়ে তুলতে ফরিদপুরের মধুখালী উপজেলার প্রত্যান্ত গ্রামে হয়ে গেল কলাগাছের ভেলা বাইচ। মজার এ প্রতিযোগিতা দেখতে বাওড় এর তীরে ভীড় জমায় শিশু যুবক বৃদ্ধরা।
ঈদুল আযহা উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার খোদাবাসপুর গ্রামের বাওড়ে শনিবার বিকেলে আয়োজন করা হয় কলা গাছের ভেলা বাইচ। বাইচ এর আনন্দ উপভোগ করতে দুপুর থেকেই বাওড় তীরে ভীড় জমায় আশপাশের গ্রামসহ উপজেলার বিভিন্ন বয়সী মানুষ।
নদ-নদী ও বিল বাওড় এ পানি না থাকায় নৌকা এখন বিলুপ্তির পথে। তাই নৌকা বাইচও এখন আর তেমন একটা চোখে পড়ে না। নতুন প্রজন্ম ভুলতে বসেছে নৌকা বাইচ এর কথা। বর্ষ মৌসুমে বাওড় এ পানি জমায় ঐতিহ্য ধরে রাখতে গ্রামবাসী আয়োজন করেছে কলা গাছের ভেলা বাইচ এর।
কলা গাছের ভেলা বাইচ আয়োজনের খবরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে ছুটে এসেছেন অনেকেই। আবার দুরে গিয়ে বাইচ দেখার সুযোগ পান না এমন গৃহবধুরা বাড়ির কাছের এই আয়োজনকে উপভোগ করেছেন উৎসাহের সাথে।
বাইচে ৩ পর্বের প্রতিযোগীতায় ১২ টি দল কলা গাছের তৈরী ভেলা নিয়ে অংশ নেয়। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারীকে একটি বাইসাইকেল, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে একটি টেবিল ফ্যান ও একটি মোবাইল ফোন সেট পুরস্কার হিসেবে তুলে দেন আয়োজকরা। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages