খোকনের স্বাস্থ্য পরীক্ষা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, June 22, 2015

খোকনের স্বাস্থ্য পরীক্ষা

রবিবারের ছবি। আদালত থেকে খোকনকে বের করে নিয়ে আসা হচ্ছে।
নিউজ টুডে ফরিদপুর ঃ
ফরিদপুরের কারাগারে আটক ছাত্রদল নেতা খোকনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সোমবার সকালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
ফরিদপুর কারাগারের ডেপুটি জেলার হাসেম রেজা জানিয়েছেন, তার স্বাস্থ্য পরীক্ষার জন্যই হাসপাতালে নেয়া হয়েছিল। খোকন বর্তমানে ভাল আছে বলেও তিনি জানান।
এদিকে খোকনের ভাই ইমরান তালুকদার জানিয়েছেন, চিকিৎসকরা ভাইয়ের অনেক গুলো পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে শুধু মাত্র হাতের এক্সরেটাই করানো গেছে। দুপুরের পর সরকারী হাসপাতালে পরীক্ষা বিভাগ বন্ধ থাকে বিধায় বাকী পরীক্ষাগুলো করানো যায় নি। চিকিৎসকের পরামর্শ মত খোকনের ঔষধ চলছে জানিয়ে তিনি বলেন, তার ভাইয়ের হাতে ও কোমড়ে ফ্যাক্সার, হার্টে সমস্যা ও পাইলস এর সমস্যা রয়েছে।
এদিকে র‌্যাবের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের করা মামলায় খোকনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার এই রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৫ তারিখে ৪০ টি প্রেট্রোল ও ককটেল বোমাসহ খোকনকে কোতয়ালী থানায় সোপর্দ করে র‌্যাব। এসময় র‌্যাব বাদী হয়ে খোকন ও তার দুই সহযোগীর বিরুদ্ধে বেষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে। পুলিশ এই মামলায় খোকনসহ অন্য দুইজনের ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই পক্ষের শুনানী শেষ ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। #
নিউজ টুডে ফরিদপুর, ২২ জুন, ২০১৫।



No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages