বাস চালক জাকিরের জামিন মঞ্জুর - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, April 12, 2015

বাস চালক জাকিরের জামিন মঞ্জুর

নিউজ টুডে ফরিদপুর,১২ এপ্রিল.
ভাঙ্গায় দুর্ঘটনা কবলিত সোনারতরী পরিবহনের বাস চালক জাকির হোসেনকে জামিন দিয়েছে ফরিদপুরের ২ নং আমলী আদালতের বিচারক ফয়সাল আল মামুন। এর আগে রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। অসুস্থতার কথা বিবেচনা করে রিমান্ড আবেদন করা হয় নি বলে জানিয়েছেন পুলিশ।
ফরিদপুর কোর্ট ইন্সেপেক্টর মো. এনায়েত জানিয়েছেন, আসামী পক্ষ আদালতে জামিন আবেদন করলে আমরা জামিনের বিরোধীতা করি। আদালত শুনানী শেষে আসামীর জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ফরিদপুরের ভাঙ্গায় গত বুধবার দিবাগত গভীর রাতে সোনারতরী পরিবহনের একটি বাস দুর্ঘটনা কবলিত হয়ে ২৫ যাত্রী নিহত হয়। এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই মুমিনুল বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করলে শনিবার বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই বাসের চালক জাকিরকে গ্রেফতার করে ফরিদপুরে নিয়ে আসে হাইওয়ে পুলিশ।
#
ফরিদপুর, ১২ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages