সালথায় যুবতীর লাশ উদ্ধার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, April 11, 2015

সালথায় যুবতীর লাশ উদ্ধার

সালথা প্রতিনিধি, ১১ এপ্রিল
ফরিদপুরের সালথায় খাদিজা আক্তার (২০) নামের এক যুবতীর লাশ শনিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে নিজ বাড়ির টয়লেটের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আলফু শেখের মেয়ে।
নিহতের বাবা আলফু শেখ জানান, সকালে ঘুম থেকে উঠার পর খাদিজার লাশ বাড়ির টয়লেটের পাশে পড়ে থাকতে দেখেন তারা। এসময় লাশের পাশে কয়েকটি সিগারেটের প্যাকেট ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবী করেন তিনি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুর রব মোল্যা জানান, পরিকল্পিতভাবে খাদিজাকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারনা করছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারেননি।
সালথা থানার এস.আই আবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ তার বাড়ির টয়লেটের পাশ থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় একটা দাগ রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর বুঝা যাবে এটা হত্যা না অন্য কিছু। #
ফরিদপুর, ১১ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages