সদরপুরে ইভটিজিং, ২ যুবককে জেল - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, May 15, 2018

সদরপুরে ইভটিজিং, ২ যুবককে জেল

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের সদরপুরে ইভটিজিং এর অভিযোগে দুই যুবককে জেল দিয়েছে ভ্রাম্যমান আাদালত। সোমবার রাত সাড়ে আটটার দিকে দুই যুবক কে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন আদালত।

দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার  আকোটেরচর ইউনিয়নের লোকমান কাজী গ্রামের বাদশা কাজীর ছেলে বাবু কাজী(১৯) ও একই গ্রামের মৃত শান্তি রঞ্জন বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস(২০)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের ধোনাই বেপারীর ডাঙ্গী গ্রাম এলাকায় অটোযোগে এক তরুনী  ঘুরতে আসছিল। ওই সময় ওই তরুনীর অটোর পথরোধ করে ওই এলাকার দুই যুবক এবং ওই তরুনীকে হেনস্থা করে।

এ ঘটনায় এলাকার লোকজন সদরপুর সহকারী কমিশনার ভূমি(নির্বাহী ম্যাজিট্রেট) কে ফোন করে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান।

পরে ওই যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্তদের দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেট মো. জোবায়ের রহমান রাশেদ।

আদালত জানায়, দন্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ধারা মোতাবেক দুইজনকেই ২মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরন করা হয়েছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages