মাহবুব হোসেন পিয়ালঃ
ফরিদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটি-টিএলসিসির বিশেষ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এই সভা।
পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু’র সভাপতিত্বে বিশেষ বাজেট সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া।
ফরিদপুর পৌরসভার সচিব তানজিলুর রহমান পাওয়ার পয়েন্ট-এর মাধ্যমে পৌরসভার ২০১৮-১৯ বছরের প্রস্তাবিত খসড়া বাজেট উপস্থাপন করেন।
পরে খসড়া বাজেটের উপর মুক্ত আলোচনায় অংশ নেন পৌরসভার সিনিয়র সিটিজেন প্রফেসর মো. শাহজাহান, শামসুল বারী সানু, আসমা আক্তার মুক্তা, আনম ফজলুল হাদি সাব্বির, ফাতেমা বেগম, ওলিউর রহমান ওলি, ডা. সালাউদ্দিন দিলীপ, পৌরসভার প্যানেল মেয়র মির্জা জাকির হোসেন, কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন, শামসুল আরেফিন সাগর, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম, শহর পরিকল্পনাবিদ আবু বক্কর সিদ্দিক, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামান প্রমূখ।
সভাপতির বক্তব্যে ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন আজকের এই খসড়া বাজেট উপস্থাপনের মাধ্যমে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সংশোধিত প্রস্তাবিত খসড়া বাজেট সংযোজন ও সংশোধন করে আগামী ২০১৮-১৯ বছরে ফরিদপুর পৌরসভার পূর্ণাঙ্গ বাজেট ঘোষনা করা হবে। #
ফরিদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটি-টিএলসিসির বিশেষ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এই সভা।
পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু’র সভাপতিত্বে বিশেষ বাজেট সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া।
ফরিদপুর পৌরসভার সচিব তানজিলুর রহমান পাওয়ার পয়েন্ট-এর মাধ্যমে পৌরসভার ২০১৮-১৯ বছরের প্রস্তাবিত খসড়া বাজেট উপস্থাপন করেন।
পরে খসড়া বাজেটের উপর মুক্ত আলোচনায় অংশ নেন পৌরসভার সিনিয়র সিটিজেন প্রফেসর মো. শাহজাহান, শামসুল বারী সানু, আসমা আক্তার মুক্তা, আনম ফজলুল হাদি সাব্বির, ফাতেমা বেগম, ওলিউর রহমান ওলি, ডা. সালাউদ্দিন দিলীপ, পৌরসভার প্যানেল মেয়র মির্জা জাকির হোসেন, কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন, শামসুল আরেফিন সাগর, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম, শহর পরিকল্পনাবিদ আবু বক্কর সিদ্দিক, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামান প্রমূখ।
সভাপতির বক্তব্যে ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন আজকের এই খসড়া বাজেট উপস্থাপনের মাধ্যমে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সংশোধিত প্রস্তাবিত খসড়া বাজেট সংযোজন ও সংশোধন করে আগামী ২০১৮-১৯ বছরে ফরিদপুর পৌরসভার পূর্ণাঙ্গ বাজেট ঘোষনা করা হবে। #
Casino at Ixico - MapyRO
ReplyDelete› ixico › slot-casino › slots-casino 사천 출장안마 › 충청북도 출장샵 ixico › slot-casino › 문경 출장마사지 slots-casino View 13 안동 출장샵 photos and 이천 출장샵 read 3319 reviews: "Coyote Boss Casino Resort"(1)