নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজের বিনিময়ে টাকা(কাবিটা) কর্মসূচীর মাটি কাটার কাজ চলছে এক্সেবেটর দিয়ে। নিয়ম অনুযায়ী শ্রমিক দিয়ে কাবিটা প্রকল্পের কাজ হওয়ার কথা।
জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে গ্রামীন অবোকাঠামো সংস্কার(কাবিটা) কর্মসূচীর আওতায় সদর ইউনিয়ন পরিষদকে চার লক্ষ পচাত্তর হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
সেই অর্থে ইউনিয়নের মাথা ভাঙ্গা গ্রামের শেষ সীমানা থেকে শুরু করে সুরেশ কর্মকারের বাড়ী পর্যন্ত পাচঁশত মিটার রাস্তার কাজটি শ্রমিক দিয়ে বাস্তবায়ন করার কথা। কিন্তু কাজ চলছে এক্সেবেটর দিয়ে।
বুধবার সকাল ৮ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় শাহীন নামে এক লোক মেশিন দিয়ে রাস্তার কাজ করাচ্ছেন। তার সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানান “ঝর্না মেম্বারের কাছ থেকে আমি এক লক্ষ বিশ হাজার টাকায় চুক্তি নিয়ে রাস্তা বানচ্ছি।”
এ ব্যাপারে প্রকল্পের এই কাজের পিআইছি কমিটির সভাপতি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য ঝর্না আক্তার বলেন “লেবার পাইনি তাই বেকু(এক্সেবেটর) দিয়ে কাজ করার জন্য চুক্তি দিয়েছি।”
কাজের বিনিময়ে টাক (কাবিটা) কর্মসূচীর কাজ এক্সবেটর দিয়ে করার নিয়ম আছে কিনা জানতে চাইলে চরভদ্রাসন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ:দা:) মানোস বোস বলেন “বেকু দিয়ে মাটি কাটার কোন সুযোগ নেই, বিষয়টি আমার জানা ছিল না। আমি সরেজমিনে লোক পাঠিয়ে ব্যবস্থা গ্রহন করছি।” #
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজের বিনিময়ে টাকা(কাবিটা) কর্মসূচীর মাটি কাটার কাজ চলছে এক্সেবেটর দিয়ে। নিয়ম অনুযায়ী শ্রমিক দিয়ে কাবিটা প্রকল্পের কাজ হওয়ার কথা।
জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে গ্রামীন অবোকাঠামো সংস্কার(কাবিটা) কর্মসূচীর আওতায় সদর ইউনিয়ন পরিষদকে চার লক্ষ পচাত্তর হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
সেই অর্থে ইউনিয়নের মাথা ভাঙ্গা গ্রামের শেষ সীমানা থেকে শুরু করে সুরেশ কর্মকারের বাড়ী পর্যন্ত পাচঁশত মিটার রাস্তার কাজটি শ্রমিক দিয়ে বাস্তবায়ন করার কথা। কিন্তু কাজ চলছে এক্সেবেটর দিয়ে।
বুধবার সকাল ৮ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় শাহীন নামে এক লোক মেশিন দিয়ে রাস্তার কাজ করাচ্ছেন। তার সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানান “ঝর্না মেম্বারের কাছ থেকে আমি এক লক্ষ বিশ হাজার টাকায় চুক্তি নিয়ে রাস্তা বানচ্ছি।”
এ ব্যাপারে প্রকল্পের এই কাজের পিআইছি কমিটির সভাপতি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য ঝর্না আক্তার বলেন “লেবার পাইনি তাই বেকু(এক্সেবেটর) দিয়ে কাজ করার জন্য চুক্তি দিয়েছি।”
কাজের বিনিময়ে টাক (কাবিটা) কর্মসূচীর কাজ এক্সবেটর দিয়ে করার নিয়ম আছে কিনা জানতে চাইলে চরভদ্রাসন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ:দা:) মানোস বোস বলেন “বেকু দিয়ে মাটি কাটার কোন সুযোগ নেই, বিষয়টি আমার জানা ছিল না। আমি সরেজমিনে লোক পাঠিয়ে ব্যবস্থা গ্রহন করছি।” #
No comments:
Post a Comment