মাহবুব হোসেন পিয়ালঃ
বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় ফরিদপুরের মেয়ে সেঁজুতি কর্মকার লোকনৃত্যে ক বিভাগে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ।
ঢাকার শিশু একাডেমি মিলনায়তনে মঙ্গলবার বেলা ৩ টায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের হাত থেকে সে স্বর্ণ পদক গ্রহন করেন।
এই প্রতিযোগীতার পূর্বে সে একই ক্যাটাগরীতে ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। এ সংবাদে তার পরিবার ফরিদপুরের মুন্সিবাজারের জগদিশ কর্মকার বাড়ি, নিজ স্কুল রেইনবো কিন্ডার গার্টেন, ফরিদপুরের সংস্কৃতি কর্মীদের মধ্যে আনন্দ বইছে।
সেজুতির বাবা গৌরাঙ্গ কর্মকার ও মা সুমা কর্মকার এ কৃতিত্বের জন্য সেঁজুতির নাচের শিক্ষক পিকুল সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সেঁজুতি জানায়, এই পুরুস্কার তার একার প্রাপ্য নয়, এই পুরুস্কার তার অনুপ্রেরণা দানকারী ঠাকুরমা অর্চনা কর্মকার ও দিদা ডলি কর্মকার, বাবা, মা, শিক্ষক ও বন্ধুদেরও অবদান রয়েছে। তাদের সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আমি আজ এই গৌরব অর্জন করতে পেরেছি। #
বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় ফরিদপুরের মেয়ে সেঁজুতি কর্মকার লোকনৃত্যে ক বিভাগে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ।
ঢাকার শিশু একাডেমি মিলনায়তনে মঙ্গলবার বেলা ৩ টায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের হাত থেকে সে স্বর্ণ পদক গ্রহন করেন।
এই প্রতিযোগীতার পূর্বে সে একই ক্যাটাগরীতে ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। এ সংবাদে তার পরিবার ফরিদপুরের মুন্সিবাজারের জগদিশ কর্মকার বাড়ি, নিজ স্কুল রেইনবো কিন্ডার গার্টেন, ফরিদপুরের সংস্কৃতি কর্মীদের মধ্যে আনন্দ বইছে।
সেজুতির বাবা গৌরাঙ্গ কর্মকার ও মা সুমা কর্মকার এ কৃতিত্বের জন্য সেঁজুতির নাচের শিক্ষক পিকুল সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সেঁজুতি জানায়, এই পুরুস্কার তার একার প্রাপ্য নয়, এই পুরুস্কার তার অনুপ্রেরণা দানকারী ঠাকুরমা অর্চনা কর্মকার ও দিদা ডলি কর্মকার, বাবা, মা, শিক্ষক ও বন্ধুদেরও অবদান রয়েছে। তাদের সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আমি আজ এই গৌরব অর্জন করতে পেরেছি। #
No comments:
Post a Comment