লোকনৃত্যে ফরিদপুরের সেঁজুতির স্বর্ণ পদক লাভ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, May 15, 2018

লোকনৃত্যে ফরিদপুরের সেঁজুতির স্বর্ণ পদক লাভ

মাহবুব হোসেন পিয়ালঃ
বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় ফরিদপুরের মেয়ে সেঁজুতি কর্মকার লোকনৃত্যে ক বিভাগে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ।

ঢাকার শিশু একাডেমি মিলনায়তনে মঙ্গলবার বেলা ৩ টায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের হাত থেকে সে স্বর্ণ পদক গ্রহন করেন।

এই প্রতিযোগীতার পূর্বে সে একই ক্যাটাগরীতে ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। এ সংবাদে তার পরিবার ফরিদপুরের মুন্সিবাজারের জগদিশ কর্মকার বাড়ি, নিজ স্কুল রেইনবো কিন্ডার গার্টেন, ফরিদপুরের সংস্কৃতি কর্মীদের মধ্যে আনন্দ বইছে।

সেজুতির বাবা গৌরাঙ্গ কর্মকার ও মা সুমা কর্মকার এ কৃতিত্বের জন্য সেঁজুতির নাচের শিক্ষক পিকুল সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সেঁজুতি জানায়, এই পুরুস্কার তার একার প্রাপ্য নয়, এই পুরুস্কার তার অনুপ্রেরণা দানকারী ঠাকুরমা অর্চনা কর্মকার ও দিদা ডলি কর্মকার, বাবা, মা, শিক্ষক ও বন্ধুদেরও অবদান রয়েছে। তাদের সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আমি আজ এই গৌরব অর্জন করতে পেরেছি। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages