শহরে র‌্যাবের মাদকবিরোধী অভিযান, ৬ জন আটক, ৬ মাসের জেল - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, May 15, 2018

শহরে র‌্যাবের মাদকবিরোধী অভিযান, ৬ জন আটক, ৬ মাসের জেল

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরর শহরের লক্ষীপুর এলাকার রেল স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় ৬ মাদকসেবীকে আটক করে র‌্যাব ৮ ফরিদপুরের সদস্যরা। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


দন্ডপ্রাপ্তরা হলো, রঘুনন্দনপুর এলাকার আ. মান্নান(৩২), নগরকান্দার টিটন শেখ (৩৮), আইজ উদ্দিন মাতব্বরের ডাঙ্গীর মিঠুন তালুকদার(২২), কামারখালী আড়পাড়ার মাসুদ শেখ(৩৫) ও আরিফ মন্ডল(২৫) এবং চরকৃষ্ণপুরের মিরাজ শেখ।

র‌্যাব ৮ ফরিদপুর এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, সারা দেশ ব্যাপী র‌্যাবের বিশেষ মাদক বিরোধী অভিযান চলছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ বিকেলে ফরিদপুর শহরের রেল স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৬ মাদব সেবীকে আটক করা হয়। তাদের নিকট থেকে প্রায় ১ কেজী গাজা উদ্ধার করা হয়।

পরে তাদের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুজ্জামান এর ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এবং আদালতের সামনেই জব্দকৃত গাজা পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক মো. রাকিবুজ্জামান জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন(সংশোধনী ২০০৪) এর ১৯(১) এর ৭(ক) ধারা মোতাবেক প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages