আফ্রিকায় নিহত সেনা সদস্য আরজানের সদরপুরের বাড়িতে শোকের মাতম(ভিডিও) - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, May 28, 2018

আফ্রিকায় নিহত সেনা সদস্য আরজানের সদরপুরের বাড়িতে শোকের মাতম(ভিডিও)

নিউজটুডেফরিদপুরঃ

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বে থাকা ৩৪ ইস্ট বেঙ্গলের সৈনিক আরজান হাওলাদার শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নিহত হন। তার বাড়ী ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের চর ব্রাক্ষ্মনদি গ্রামে। তার মৃত্যুর খবর পৌছানোর পর থেকেই গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম।

নিহতের স্ত্রী চায়না আক্তার জানান, সেনাবাহিনীর মাধ্যমে রোববার জানতে পারেন স্বামীর মৃত্যুর খবর। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সরবরাহ করা ছবি দেখে তিনি স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।

তিনি জানান পরিবারে চার বছরের এক শিশুপুত্র ও আরজানের অবিবাহিত একটি বোন ও মা রয়েছে। কয়েক বছর আগে আরজানের বাবা মারা যান। তিনি আরো জানান, আরজানের আয়েই চলতো সংসার।

নিহতের পরিবারের সদস্যরা দ্রুত লাশ দেশে আনার দাবী জানান সরকারের প্রতি। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages