ফরিদপুর চেম্বরের নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, April 11, 2015

ফরিদপুর চেম্বরের নব-নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন

নিউজ টুডে ফরিদপুর, ১১ এপ্রিল
ফরিদপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০১৫-২০১৭ সালের জন্যে নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শহরের অম্বিকা ময়দানে শুক্রবার রাতে আয়োজিত শপথ ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ফরিদপুর পরপর তিন বছর ধরে বিনিয়োগবান্ধব জেলা নির্বাচিত হওয়ায় অনেকেই এখন শিল্পকারখানা স্থাপনে আগ্রহী হচ্ছেন। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় ফরিদপুরে হাজার কোটি টাকা ব্যায়ে ইপিজেড স্থাপনের কাজ দ্রুত এগুচ্ছে।
বিদায়ী সভাপতি আওলাদ হোসেন বাবরের সভাপতিত্বে এসময় এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান বক্তব্য রাখেন।
নতুন পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে মোঃ জাহাঙ্গীর মিয়া, সহ-সভাপতি পদে নাসির উদ্দিন খাঁন, খন্দকার শাহীন, জাহাঙ্গীর খাঁন, পরিচালক হিসেবে খন্দকার মোহতেসাম হোসেন বাবর, ফোরকান আহমেদ খাঁন, মোঃ সিদ্দিকুর রহমান, ইমতিয়াজ হাসান রুবেল, কাজী ইদানুর, আব্দুর রাজ্জাক মোল্লা, মনির হোসেনসহ দশজন নির্বাচিত হয়েছেন। #
ফরিদপুর, ১১ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages