অবশেষে সোনার তরী বাসের চালক গ্রেফতার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, April 11, 2015

অবশেষে সোনার তরী বাসের চালক গ্রেফতার

ড্রাইভার জাকির।
মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধি
অবশেষে শনিবার বিকালে সোনার তরী বাসের চালক জাকির হাওলাদার(৩৫)কে বরিশাল মেডিকেল কলেজ থেকে আটক করেছে ভাঙ্গা হাই-ওয়ে থানা পুলিশ। সন্ধ্যায় ভাঙ্গা হাই-ওয়ে থানায় নিয়ে আসা হয় তাকে। প্রসঙ্গত, গত বৃহস্পাতিবার শেষ রাতে সোনারতরী পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পতিত হয়ে ২৫ যাত্রী নিহত হয়। আটক জাকির সেই বাসটির চালক ছিলেন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেইন সরকার জানিয়েছেন, মধ্যম ড্রাইভিং লাইসেন্স নিয়ে সে ভারী যান চালাচ্ছিল। তিনি আরো জানান, রবিবার সকালে ফরিদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে তাকে হাজির করা হবে। চালক জাকির হাওলাদার পটুয়াখালি জেলার কলাপাড়া থানার রহমতপুর গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে।
#
ফরিদপুর, ১১ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages