ঘাতক স্বামীকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ |
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ছিলাধরচর গ্রামে শনিবার বিকালে সুমি আক্তার জো¯œা(৩০) নামের এক গৃহবধুকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। পুলিশ ঘাতক স্বামী নজরুল শেখ(৩৫) কে গ্রেফতার করেছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য শ্যালক মাহফুজুর রহমান রাসেল(২৮) কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ছিলাধরচর গ্রামের মৃত আলেম সেকের ছেলে নজরুল শেখের সাথে মাগুরা জেলার কচুনদীয়া গ্রামের শামচুর রহমানের মেয়ে সুমি আক্তার জ্যো¯œার ১০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছর বয়সী নুরজাহান নামের একটি মেয়ে ও ৩ বছরের জোনায়েত নামের একটি ছেলে রয়েছে।
পারিবারিক কলহের জের ধরে শনিবার দুপুরে ঘাতক স্বামী কুড়াল ও শাবোল দিয়ে স্ত্রীর গলায়, মুখে ও হাতে এলোপাতারী কুপাতে থাকে। স্ত্রীর মৃত্যু নিশ্চিত হলে ঘাতক স্বামী নিজের পেটে কুড়াল দিয়ে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয় জনতা উভয়কে উদ্ধার করে ভাঙ্গা হাসাপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌছানোর পরে জো¯œাকে মৃত্যু ঘোষনা করে চিকিৎসক। স্বামী নজরুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এসময়।
থানার উপ-পরিদর্শক জালাল বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘাতক স্বামীকে আটক করি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। #
ফরিদপুর, ১১ এপ্রিল, ২০১৫।
No comments:
Post a Comment