ফরিদপুরে ফেরী করে মোবাইল বিক্রি করছে চায়না নাগরিক - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, April 11, 2015

ফরিদপুরে ফেরী করে মোবাইল বিক্রি করছে চায়না নাগরিক

উৎসুক জনতাকে মোবাইল ফোন দেখাচ্ছেন চায়না নাগরিক।
আবদুস সবুর কাজল, চরভদ্রাসন প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাজারে ফেরী করে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন বিক্রি করছে চায়না নাগরিকরা। একজন মহিলা ও একজন পুরুষ মিলে বাজারের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে মোবাইল মোবাইল বলে হাকছারছেন তারা। কৌতুহলী অনেকেই মোবাইল গুলো হাতে নিয়ে দেখছেন।
বিদেশী ওই দুই বিক্রেতাদের সাথে কথা বলতে গেলে তারা ভাঙ্গা ভাঙ্গা ইংরেজীতে বলে মোবাইল নাও নয়তো বিরক্ত করো না। তাদের পরিচয় জানতে চাইলে তারা আর কিছুই বলে না।
এদিকে বিদেশী দুই নাগরিকের এমন ফেরী করে মোবাইল বিক্রির ঘটনাটি এলাকাবাসীর মনে কৌতহলের সৃষ্টি করেছে। এব্যপারে চরভদ্রাসন বাজার বনিক সমিতির সভাপতি জনাব সহিদুল ইসলামের সাথে জানান, বিষয়টি সর্ম্পকে তিনি জেনেছেন এবং এব্যাপারে প্রশাসনের সাথে তিনি আলোচনা করবেন বলে জানান।
এদিকে ফরিদপুর শহরসহ বিভিন্ন অঞ্চল থেকে চায়না মহিলা নাগরিকদের বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন ফেরী করে বিক্রি করার খবর পাওয়া গেছে।#

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages