সালথায় ছেলে নিহত : পিতা গ্রেফতার - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, June 22, 2015

সালথায় ছেলে নিহত : পিতা গ্রেফতার

স্ত্রীর আহাজারি
সালথা প্রতিনিধি ঃ
ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধের জের ধরে হারুন শেখ (৩০) নামে এক দিনমজুন নিহত হয়েছেন। এঘটনায় নিহতের পিতা কৃষক আব্দুল হক শেখকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে নিহত হারুনের সাথে তার পিতা কৃষক আব্দুল হক, আপন চাচা কাসেম শেখ ও চাচাতো ভাই সাইফুল শেখের বিরোধ চলে আসছিলো। গ্রাম্য রাজনীতিতে কয়েক দিন আগে হারুন তার পরিবারের বিপক্ষ দলে যোগ দিলে এই বিরোধ সংঘর্ষে রুপ নেয়। এসব বিষয় নিয়ে হারুনের সাথে তার পরিবারের সদস্যদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনাও ঘটেছে। সর্বশেষ রবিবার সন্ধ্যায় বাড়ির জামরুল গাছের ফল নিয়ে হারুনের সাথে তার পরিবারের সদস্যদের প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতি’র ঘটান ঘটে। এসময় লোহার রড দিয়ে হারুনের মাথায় এলোপাথারি ভাবে আঘাত করে প্রতিপক্ষ। এতে হারুনের মাথা ফেটে রক্ত ক্ষরন শুরু হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে স্বামী মারা যাওয়ার খবর পেয়ে বাকশূন্য হয়ে পরেছেন স্ত্রী আখলিমা বেগম। ২ ছেলে আর ১ মেয়ের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিল হারুন। তার দিন মজুরির টাকাতেই চলতো সংসার।
সালথা থানা’র উপ পরিদর্শক ওয়াহিদুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জের ধরে হারুনের উপর হামলা করা হয়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সে মারা যান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিতা আব্দুল হক শেখকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages