মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন থেকে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দিন দিন বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। যে বয়সে তাদের বই খাতা কলম হাতে যাওয়ার কথা স্কুলে কিন্তু ভাগ্যকে মেনে পরিবারের অর্থনৈতিক অসচ্ছলতার দরুন ভারি ও ঝুকিপুর্ন কাজ করতে বাধ্য হচ্ছে উপজেলার অনেক হতদরিদ্র পরিবারের শিশুরা। উপজেলার বিভিন্ন বাজার ঘুড়ে দেখা যায় শিশুরা ড্যান্টিং কেউ পেইনটিং আবার কেউ গাছ কাটার মতন অনেক ভারি কাজ করেেছভ। শিশু শ্রমিক সোহাগ(৯), ফরহাদ(৬) ও মোবারক(৮) এর মতন আরও অনেকের সাথে কথা বলে জানা যায় তারা সকলেই গরীব ঘরের সন্তান পিতার অর্থনৈতিক অসচ্ছলতার দরুন এরা কেউ কাঠমিস্ত্রি, রংমিস্ত্রি, রিকশা চালক আবার কেউবা পিতার সাথে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে চলেছে। উপজেলার হাসপাতালের সামনে জ্বালানী লাকড়ি ব্যাবসায়ী মো. ইয়াকুব জানায় অভাবের সংশার আমার সারাদিন খেটে যে টাকা রোজগার হয় তা দিয়ে চাল ডালই কিনতে পারিনা পোলাপানরে লেখা পড়া করাবো কখন। তাই আমার দুই ছেলে সোহাগ ও ফরহাদ আমাকে কাজে সহযোগিতা করে। খোজ নিয়ে জানা যায় হত দরিদ্র অনেক পরিবারের পাশাপাশি অনেক স্বচ্ছল পরিবারের অভিভাবকদের উদাসিনতার কারনে উপজেলার অনেক শিশুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা গ্রহন করার আগেই ঝরে পড়ছে এবং বেছে নিচ্ছে ঝুকিপুর্ন সব পেশা। #
নিউজ টুডে ফরিদপুর, ১৯ জুন, ২০১৫।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দিন দিন বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। যে বয়সে তাদের বই খাতা কলম হাতে যাওয়ার কথা স্কুলে কিন্তু ভাগ্যকে মেনে পরিবারের অর্থনৈতিক অসচ্ছলতার দরুন ভারি ও ঝুকিপুর্ন কাজ করতে বাধ্য হচ্ছে উপজেলার অনেক হতদরিদ্র পরিবারের শিশুরা। উপজেলার বিভিন্ন বাজার ঘুড়ে দেখা যায় শিশুরা ড্যান্টিং কেউ পেইনটিং আবার কেউ গাছ কাটার মতন অনেক ভারি কাজ করেেছভ। শিশু শ্রমিক সোহাগ(৯), ফরহাদ(৬) ও মোবারক(৮) এর মতন আরও অনেকের সাথে কথা বলে জানা যায় তারা সকলেই গরীব ঘরের সন্তান পিতার অর্থনৈতিক অসচ্ছলতার দরুন এরা কেউ কাঠমিস্ত্রি, রংমিস্ত্রি, রিকশা চালক আবার কেউবা পিতার সাথে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে চলেছে। উপজেলার হাসপাতালের সামনে জ্বালানী লাকড়ি ব্যাবসায়ী মো. ইয়াকুব জানায় অভাবের সংশার আমার সারাদিন খেটে যে টাকা রোজগার হয় তা দিয়ে চাল ডালই কিনতে পারিনা পোলাপানরে লেখা পড়া করাবো কখন। তাই আমার দুই ছেলে সোহাগ ও ফরহাদ আমাকে কাজে সহযোগিতা করে। খোজ নিয়ে জানা যায় হত দরিদ্র অনেক পরিবারের পাশাপাশি অনেক স্বচ্ছল পরিবারের অভিভাবকদের উদাসিনতার কারনে উপজেলার অনেক শিশুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা গ্রহন করার আগেই ঝরে পড়ছে এবং বেছে নিচ্ছে ঝুকিপুর্ন সব পেশা। #
নিউজ টুডে ফরিদপুর, ১৯ জুন, ২০১৫।
No comments:
Post a Comment