মো. রমজান সিকদার, ভাঙ্গা থেকে
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলা পুর্ব সদরদী নামক স্থানে রবিবার গভীর রাতে ডাকাতরা রাস্তায় গাছ কেটে ফেলে ৬/৭টি গাড়ীতে ডাকাতির চেষ্টা করে। ভাঙ্গা থানা পুলিশ ও হাই-ওয়ে পুলিশ সময়মত ঘটনাস্থলে হাজির হওয়াতে ডকাতির কবল থেকে রক্ষা পেয়েছে নৈশকোচ গুলো। পুলিশের উপস্থিতি টের পেয়েই ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ কাউকে আটক করতে না পারলে ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রাস্তার উপর গাছের গুড়ি ফেলে রাখায় দুই পাশে শতাধীক গাড়ী আটকা পরে। স্থানীয় জনতা ও পুলিশ ভোর রাতে গাছ সরানোর পর সড়ক যানজট মুক্ত হয়।
এলাকাবাসি ও পুলিশ জানায়, অস্ত্রধারী ডাকাত দল রাস্তার উপর গাছ কেটে নৈশকোচ গুলোর গতি রোধ করে। একত্রে ৬/৭টি গাড়ীর ভেতরে ঢুকতে চেষ্টা করে ডাকাত দল। এসময় সব গাড়ীর চালকেরা হর্ন বাজিয়ে এলাকাবাসিকে জাগিয়ে তুলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আমার টহল পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে নেয়। হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেইন সরকার বলেন, ঈদকে সামনে রেখে ডাকাত দল সক্রিয় হয়ে উঠেছে তবে সড়ক মহাসড়কে যাত্রীদের নিরপত্তা দেয়ার জন্য পুলিশও সজাগ রয়েছে। #
নিউজ টুডে ফরিদপুর, ২২ জুন, ২০১৫।
No comments:
Post a Comment