দিন দিন মানুষের মনুষত্ব আর মানবিকতা হারিয়ে যাচ্ছে তারই জ্বলন্ত প্রমান মধুখালী উপজেরার নওপাড়ার এক দরিদ্র কৃষকের পেপে ক্ষেত। দূর্বৃত্তের হানায় নিমিষেই স্বপ্ন চুরমার হয়ে গেছে ওই কৃষকের। রাতের আধারে দরিদ্র কৃষকের একটি পেঁপে বাগানের ৫৪টি পেঁপে গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। কৃষকের দারিদ্রতা ঘুচানোর স্বপ্ন ছিল পেঁপে বাগানকে ঘিরে। কিন্তু সেই স্বপ্ন মূহুর্তের মধ্যেই ভেঙ্গে চুরমার হয়ে গেল।
শনিবার দিবাগত রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের দরিদ্র কৃষক রবিউল শেখের পেঁপে বাগানে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের দরিদ্র কৃষক রবিউল শেখ ঋন করে বাড়ির পাশে ৬৫ শতাংশ জমিতে পেঁপে গাছ লাগান। বর্তমানে ওই গাছগুলোতে পেঁপের গুটি এসেছে। শনিবার দিবাগত রাতে ওই পেঁপে বাগানের ৫৪টি পেঁপে গাছ কেটে দেয় দূর্বত্তরা। এছাড়া ওই েেত সাথী ফসল হিসেবে মরিচ গাছের চারা লাগানো হয়েছিল। মরিচের চারারও ব্যাপক তি করে তারা।
ক্ষতিগ্রস্থ্য কৃষক রবিউল শেখ জানান, পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী আলামপুর গ্রামের আনছার উদ্দিনের দুই ছেলে জাফর মোল্যা ও জাকির মোল্যা আমার পেঁপে বাগানের ৫৪ গাছ কেটে ফেলেছে। সবেমাত্র পেঁপে ধরা শুরু করেছিল। ঋন করে এই বাগান করেছিলাম। বাগানকে ঘিরে আমার অনেক স্বপ্ন ছিল। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। তিনি আরো জানান, প্রায় দুই লাধিক টাকার তি হয়েছে। এ ক্ষতি কিভাবে পূরন করবো। জাফর মোল্যা ও জাকির মোল্যার নামে মধুখালী থানায় অভিযোগ দিয়েছি।
মধুখালী থানার এ এস আই মিল্টন বালা জানান, পেঁপে গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযুক্ত জাফর মোল্যা ও জাকির মোল্যার সাথে যোগাযোগের চেষ্টা করে কাউকেই পাওয়া সম্ভব হয়নি।#
No comments:
Post a Comment