ফরিদপুরে ৩ মাদক ব্যবসায়ীকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালত সূত্রে জানা গেছে, দেশব্যাপি মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ফরিদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতও এই অভিযানে অংশ নিচ্ছে।
তারই ধারাবাহিকতায় রবিবার দুপুরে শহরের গুহলপিুর এলাকার তকি মোল্যা সড়কে অভিযান চালায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহামানের নেতৃত্বাধীন ভ্রামমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেনের নেতেৃত্বে একটি টিম।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো. হাফিজুর রহমান জানান, রবিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহায়তায় ৬’শ গ্রাম গাজা সহ লক্ষীপুর এলাকার নজরুল ইসলাম মোল্যার ছেলে পারভেজ মোল্যা(২০), সাদীপুর এলাকার শেখ কালামের ছেলে শেখ পারভেজ(১৯) ও গুহলক্ষীপুরের মৃত মো. রফিকের ছেলে জাকির হোসেন পান্ডা(১৯) কে আটক করা হয়।
আদলত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সনের ১৯(১) এর ৭(ক) ধারায় পারভেজ মোল্যা ও জাকির হোসেন পান্ডাকে ১ বছর ও শেখ পারভেজকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। #
No comments:
Post a Comment