নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় ধৈর্য্যরে সাথে কাজ করতে হবে - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, May 27, 2018

নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় ধৈর্য্যরে সাথে কাজ করতে হবে

নিউজটুডেফরিদপুরঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন দেশের সকলের জন্য একটা চ্যালেঞ্জ, জাতির ভবিষ্যত সরকার গঠনে এই চ্যালেঞ্জ ধৈর্য্যরে সাথে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, নির্বাচনকালে দেশের আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় সে ব্যাপারে পুলিশ বাহিনীকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

রোববার ফরিদপুরে পুলিশ সুপার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন এলজিআরডি মন্ত্রী।

পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী আরো বলেন, আইনশৃঙ্খলার ক্ষেত্রে ফরিদপুর সারাদেশের মধ্যে অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করেছে। আমাদের এই অবস্থানকে ধরে রাখতে হবে। আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ধৈর্য্য ও পারস্পরিক সহমর্মিতার পরিচয় দিয়ে কাজ করে যেতে হবে। মন্ত্রী বলেন, আসুন আমরা ফরিদপুরের সুনাম অক্ষুন্ন রেখে এখানে একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানে ঐক্যবদ্ধভাবে কাজ করি।

মন্ত্রী বলেন, আজ রমজানের রহমতের দশদিন অতিবাহিত হলো। রমজান আমাদের সংযম শিক্ষা দেয়। রমজান ধৈর্য্য ও সহনশীলতার শিক্ষা দেয়। এ মাসে ফরজ এবাদত বন্দেগির পাশাপাশি যত বেশি নফল এবাদত করা যাবে, তত আল্লাহ তায়ালার সন্তোষটি অর্জন করা যাবে। মন্ত্রী বলেন, আগামী চার মাস পর এক বিশাল কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনকে ঘিরে এই কর্মযজ্ঞে আমাদেরকে ধৈর্য্য ও সহনশীলতার সাথে এগিয়ে যেতে হবে।

পরে ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতির উত্তরোত্তর উন্নয়ন, সমৃদ্ধ ও কল্যান কামনা করে মোনাজাতে অংশ নেন এলজিআরডি মন্ত্রী।

ইফতার মাহফিলে অংশ নেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আরিফুর রহমান দোলন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আব্দুর রশিদ, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমূল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, কোতয়ালী আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, ফরিদপুর প্রেসকাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল, যুবলীগের আহবায়ক এ এইচ এম ফোয়াদ, রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ প্রফেসর মোশার্ররফ আলী, ফরিদপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী নুর হোসেন ভূইয়া, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, কৈজুরী ইউপি চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোহাম্মদ ইকু, এলজিআরডি মন্ত্রীর কনিষ্ঠ ভাই খন্দকার মারুফ  হোসেনসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages