ফরিদপুরে জেলা পরিষদের পরিত্যক্ত ভবনের ছাদ ধ্বস, তিন শিক্ষার্থী আহত(ভিডিও) - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, March 10, 2018

ফরিদপুরে জেলা পরিষদের পরিত্যক্ত ভবনের ছাদ ধ্বস, তিন শিক্ষার্থী আহত(ভিডিও)

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুর সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের লোহার টেক এলাকায় লোহারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যাক্ত ভবনের ছাদ ধ্বসে তিন শিক্ষার্থী আহত হয়েছে। খবর পেয়ে স্থানীয় জনতার সঙ্গে সদরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। শনিবার দুপুর দেড়টার সময় এই ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সাইফুজ্জামান জানান, ভবন ধসের খবর পেয়ে ফরিদপুর ও ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের মোট ৫ টি ইউনিট কাজ শুরু করে। ভবনের নিচে আর কোন শিশু চাপা পড়ে আছে কিনা সেটা নিশ্চিত হতে বিকেল ৫ টা পর্যন্ত চলে এই রিপোর্ট লেখ পর্যন্ত (বিকেল ৫টা) উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।

লোকহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন খান জানান, বিদ্যালয়ের মূল ভবনের সাথেই জেলা পরিষদের এই ভবন, যা অনেক আগেই পরিত্যাক্ত হয়েছে। দুপুর দেড়টার সময় টিফিন ( বিরতীর সময়) চলাকালিন সময়ে স্কুলের সংলগ্ন পাশের এই ভবনটি বিকট শব্দে ভেঙে পড়ে। টিফিন পিরিয়ডে বাচ্চারা এই ভবনে খেলাধুলা করতো।


পরে স্থানীয়দের সহায়তায় সেখান থেকে তিন শিক্ষার্থী পঞ্চম শ্রেনীর ছাত্র শহীদুল ফকির ও  উজ্জল ব্যাপারী। এর মধ্যে শহীদুলকে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে চিকিৎসকরা। আরো এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই শিক্ষক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বলেন, ধসে পড়া ভবনটি অনেক আগেই পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছিল। পাশেই প্রাথমিক বিদ্যালয়। বাচ্চারা সুযোগ পেলে ওই ভবনে খেলতে যেত। তাই শিশুরাই আহত হয়েছে। ভবন ধ্বসের খবর পেয়ে উপজেলা প্রশাসন , পুলিশ ও ফায়ার সার্ভিসের সাথে স্থানীয় জনতা উদ্ধার তৎপরতা শুরু করে। তিনি জানান, ভবনটি অনেক আগেই পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছিল। তিনি বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসা জেলা প্রশাসন থেকে তদারকী করা হচ্ছে। তিনি জানান, এই বিদ্যালয়ের নতুন ভবন অনুমোদন হয়ে গেছে, খুব শিগ্রী কাজ শুরু হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ। তিনি এসময় সাংবাদিকদের বলেন, ভবনটিতে ক্লাস চলছিল না। ক্লাস চললে সে দ্বায় থেকে আমরা কেউ ই মুক্তি পেতে পারি না। টিফিন পিরিয়ডে কয়েকজন বাচ্চা সেখানে খেলছিল। তখনই দুর্ঘটনাটি ঘটে।

এসময় তিনি লোহারটেক বিদ্যালয়ের মূল ভবনের করুন অবস্থা দেখে রেগে যান। বলেন, এই ভবনটির বয়ষ তো বেশী দিন না কিন্তু এটাও তো পরিত্যাক্ত হয়ে গেছে, চরম নিম্ব মানের কাজ হয়েছে। তিনি বলেন, ভবন পরিত্যাক্ত হলে বাচ্চারা তো খেলতে যেতেই পারে। তাই উপজেলার অন্য যে সকল জায়গায় এমন ঝুকিপূর্ন ভবন রয়েছে তা ভেঙে ফেলা হবে।

কাজী জাফরউল্লাহ বলেন, ভবন ধ্বসের খবর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করে খবরাখবর নিচ্ছেন। আহত শিশুদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত এর নির্দেশ দিয়েছেন তিনি। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages