ফরিদপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত দুই আহত ১।(ভিডিও) - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, March 12, 2018

ফরিদপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত দুই আহত ১।(ভিডিও)

নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের চরভদ্রাসনে নিয়ন্ত্রন হারিয়ে একটি মটরসাইকেল রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে মটরসাইকেলের দুই আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছে। ফরিদপুরের চরভদ্রাসন আঞ্চলিক সড়কের লোহারটেক গ্রামের বারেক বাশারের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। গত রাত ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চরভদ্রাসনের রশীদ মুন্সীর ছেলে মাসুদ মুন্সী ও আব্দুল ওহাব শেখের ছেলে মেহেদী হাসান মিঠু। এই ঘটনা গুরতর আহত অপর জন হলেন কালাম ব্যাপারীর ছেলে আরশেদ ব্যাপারী। আহত আরশেদকে মুমুর্ষ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, মাসুদ ও মিঠু পুলিশের কন্সটেবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল জানতে ফরিদপুর পুলিশ লাইনে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে তাদের মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগলে ৩ জনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদ ও মিঠুকে মৃত্যু ঘোষনা করে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages