ভাঙ্গা প্রতিনিধি
ভাঙ্গা-মাওয়া বিশ্বরোডের বগাইল বাসষ্ট্যান্ডে আজ শুক্রবার সকালে প্রাইভেটকার-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক আমির হোসেন(২৮) নিহত ও প্রাইভেট কারের ৩ যাত্রী আহত হয়েছে। আহতরা হলো সেক জুলফিকার(৩০), মোঃ আলমগীর হোসেন(৩২) ও গিয়াসউদ্দিন(২৮)। এদের স্থানীয় জনতা ও হাই-ওয়ে থানা পুলিশ উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেছে। হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক তাহের জানায়, ভাঙ্গা বাজার থেকে পিয়াজ ভর্তি করে যাওয়ার সময় বিপরিত মুখী দ্রুতগামী প্রাইভেট কারের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে করে প্রাইভেট কারটি উল্টে খাদে পরে যায়। নিহত নসিমন চালক উপজেলার পৌর সদরের আতাদী গ্রামের আজিজ হোসেনের পুত্র।
ফরিদপুর, ২০ মার্চ, ২০১৫।
ভাঙ্গা-মাওয়া বিশ্বরোডের বগাইল বাসষ্ট্যান্ডে আজ শুক্রবার সকালে প্রাইভেটকার-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক আমির হোসেন(২৮) নিহত ও প্রাইভেট কারের ৩ যাত্রী আহত হয়েছে। আহতরা হলো সেক জুলফিকার(৩০), মোঃ আলমগীর হোসেন(৩২) ও গিয়াসউদ্দিন(২৮)। এদের স্থানীয় জনতা ও হাই-ওয়ে থানা পুলিশ উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেছে। হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক তাহের জানায়, ভাঙ্গা বাজার থেকে পিয়াজ ভর্তি করে যাওয়ার সময় বিপরিত মুখী দ্রুতগামী প্রাইভেট কারের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে করে প্রাইভেট কারটি উল্টে খাদে পরে যায়। নিহত নসিমন চালক উপজেলার পৌর সদরের আতাদী গ্রামের আজিজ হোসেনের পুত্র।
ফরিদপুর, ২০ মার্চ, ২০১৫।
No comments:
Post a Comment