ভিডিওতে দেখা যায়, দ্রুত গতির একটি মটরসাইকেল অরুনীমার রিক্সার পাশে এসে, বাইকের পিছনে থাকা যুবক অরুনীমার হাতে থাকা ব্যাগ টান দেয়। ভার সামলাতে না পেরে অরুনীমা রাস্তায় পরে যান। ছিনতাইকারীদের মটরসাইকেলটি দ্রুত গতিতে ওই স্থান ত্যাগ করে। পরে রিক্সা চালক ও আশে পাশের লোকজন এগিয়ে এসে অরুনীমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, দ্রুত গতির একটি মটরসাইকেল অরুনীমার রিক্সার পাশে এসে, বাইকের পিছনে থাকা যুবক অরুনীমার হাতে থাকা ব্যাগ টান দেয়। ভার সামলাতে না পেরে অরুনীমা রাস্তায় পরে যান। ছিনতাইকারীদের মটরসাইকেলটি দ্রুত গতিতে ওই স্থান ত্যাগ করে। পরে রিক্সা চালক ও আশে পাশের লোকজন এগিয়ে এসে অরুনীমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
No comments:
Post a Comment