সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীর সময় ফরিদপুরে ৪ প্রতারক আটক - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 15, 2015

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীর সময় ফরিদপুরে ৪ প্রতারক আটক

নিউজ টুডে ফরিদপুরঃ
ফরিদপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে ৪ প্রতারককে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে ফরিদপুরে কোতয়ালী থানা চত্বরে তাদের গনমাধ্যমকর্মীদের সামনে আনা হয়।
আটককৃতরা বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী পরিচয় দিয়ে ফরিদপুরের বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান এবং জনসাধারণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো গ ১১-৩০০৯) জব্দ করে পুলিশ।
আটকৃতরা হলো, বাগেরহাট জেলার আমতলী বাজার এলাকার নেছার উদ্দিন এর ছেলে এবং জুরাইন প্রেসক্লাবের সহসভাপতি পরিচয়দানকারী রিয়াজুল ইসলাম, খুলনা জেলার সোনাডাঙ্গা এলাকার মৃত হোসেন তালুকদার এর ছেলে মাসুম তালুকদার, শরীয়তপুর জেলার নড়িয়া থানার গোরাইল এলাকার ইউনুস আলীর ছেলে মাহমুদ হোসেন ও নোয়াখালী জেলার দ্বীপপুর এলাকার নুরউল্লাহ’র ছেলে সোহেল সালাউদ্দিন এবং প্রাইভেট কার চালক বরগুণা জেলার রায়ভোগ এলাকার নাজিমউদ্দিন এর ছেলে জালাল শিকদার।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন আহমেদ জানান, আটককৃতরা ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সাংবাদিক পরিচয় দেয়। কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। বিষয়টি অফিস কর্মীদের সন্দেহ হলে তারা ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানায়। পরে তাদেরকে কৌশলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসার পর নিশ্চিত হয় যে তারা সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজী করছে। পরে পুলিশকে জানানো হলে তাদেরকে আটক করা হয়।
এ ঘটনায় ওই ভূমি অফিসের তহশিলদার উত্তম কুমার বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন।#

3 comments:

  1. তহসিল অফিস হচ্ছে বদদের আড্ডা খানা
    আর সেইখানে বাটপাররা দিতে গেছে হানা
    এখন থাক কিছু দিন শ্শ্বশুর বাড়ি
    জুজুটবে কপালে লাথি গুতো জুতো চর একদম ফ্রি●●●

    ReplyDelete
  2. তহসিল অফিস হচ্ছে বদদের আড্ডা খানা
    আর সেইখানে বাটপাররা দিতে গেছে হানা
    এখন থাক কিছু দিন শ্শ্বশুর বাড়ি
    জুজুটবে কপালে লাথি গুতো জুতো চর একদম ফ্রি●●●

    ReplyDelete

Post Bottom Ad

Pages