ফরিদপুরে শিশু ধর্ষনের অভিযোগে যুবক আটক - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 15, 2015

ফরিদপুরে শিশু ধর্ষনের অভিযোগে যুবক আটক

নিউজ টুডে ফরিদপুরঃ
ফরিদপুরে ১২ বছরের এক কিশোরী ধর্ষনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক জুয়েলকে আটক করেছে পুলিশ। জুয়েল নগরকান্দা উপজেলার পোড়াদিয়া গ্রামের সেকেন মাতুব্বরের ছেলে। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে পুলিশ শহরের পশ্চিম খাবাসপুর এলাকার জুয়েলের বোনের বাসা থেকে তাকে আটক করে।
পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরীর ২১ দিন বষয়ের সময়ই তার মা মারা যায়। এরপর থেকে কিশোরী নগরকান্দা উপজেলার পোড়াদিয়া গ্রামে মামা বাড়িতে নানী’র কাছে থাকতো।
ধর্ষিত কিশোরী’র মামা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাকারিয়া হোসেন জানান, তার ভাগ্নী গত ১৫ দিন যাবত টনসেল জনিত রোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আগামী শনিবার তার অপরাশেন হওয়ার কথা ছিল। হাসপাতালে গোসলখানা অপরিস্কার থাকায় ভাগ্নী বেশ কয়েকদিন গোসল করে না। আমাদের এলাকার সালমা নামের এক মেয়ে হাসাপাতালে নার্সের চাকরী করে। সোমবার বিকেলে সালমা আমার ভাগ্নিকে হাসপাতালের পাশেই তার বাসায় নিয়ে যায় গোসল করানোর জন্য। এইসময় ওই নার্সের ভাই জুয়েল তাকে ধর্ষন করে। ঘটনার পরে অনেকক্ষন পর্যন্ত আমার ভাগ্নি অচেতন অবস্থায় ছিল। জ্ঞান ফিরার পরে আমাদের বিষয়টি খুলে বলে।
কোতয়ালী থানার অফিসার ইন চার্জ নাজিম উদ্দিন আহমেদ জানিয়েছেন, বিষয়টি জানার পরে উর্দ্ধতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করি ও ঘটনার সত্যতা পাই। অভিযুক্ত ধর্ষক জুয়েলকে আটক করা হয়েছে। এই ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages