সাব্বির হাসান,সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুরে চলতি বছরে লালমী বাঙ্গি’র বাম্পার ফলন হয়েছে। প্রথম রমযানের আগেই বাঙ্গির দেখা মিলছে সদরপুর উপজেলায়। বিভিন্ন হাট বাজার বিশেষ করে সদরপুর-চরভদ্রাসন-ফরিদপুর সড়কে ১০কিলোমিটার জুড়ে রমযান উপলক্ষে বসছে বাঙ্গির হাট। দেশের বিভিন্নস্থান থেকে পাইকাররা এসে বাঙ্গি ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে। গত দুদিনে লক্ষ লক্ষ টাকার বাঙ্গি ক্রয়-বিক্রয় হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলের চাষীরা বাঙ্গি চাষ করে আর্থিকভাবে লাভবানে উৎসাহী হলেও সামনের রমযান গুলোতে বিক্রির উপর নির্ভর করবে লাভ লোখসান। সরজমিনে দেখা যায়,উপজেলার সদরপুর,ভাষানচর, কৃষ্ণপুর, বিষ্ণুপুর, আকোটেরচর ইউনিয়নের প্রায় দুই হাজার একর জমিতে এবছর বাঙ্গির চাষ করা হয়েছে। বাঙ্গি রবি মৌসুমের ফসল হলেও বর্ষা মৌসুমেও এর ব্যাপক ফলন পাওয়া যাচ্ছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরের চেয়ে এ বছর বাঙ্গির ভালো ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বর্তমানে ভালো মানের বাঙ্গি ১৫শ থেকে ২হাজার টাকা শ’হিসেবে বিক্রি হচ্ছে বলেন জানান মটুকচর গ্রামের কৃষক আলমগীর হোসেন। প্রতি বছর রমযান কে লক্ষ্য করেই এ ফসলেরর আবাদ করেন এখানকর কৃষক। #
নিউজ টুডে ফরিদপুর, ১৯ জুন।
ফরিদপুরের সদরপুরে চলতি বছরে লালমী বাঙ্গি’র বাম্পার ফলন হয়েছে। প্রথম রমযানের আগেই বাঙ্গির দেখা মিলছে সদরপুর উপজেলায়। বিভিন্ন হাট বাজার বিশেষ করে সদরপুর-চরভদ্রাসন-ফরিদপুর সড়কে ১০কিলোমিটার জুড়ে রমযান উপলক্ষে বসছে বাঙ্গির হাট। দেশের বিভিন্নস্থান থেকে পাইকাররা এসে বাঙ্গি ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে। গত দুদিনে লক্ষ লক্ষ টাকার বাঙ্গি ক্রয়-বিক্রয় হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলের চাষীরা বাঙ্গি চাষ করে আর্থিকভাবে লাভবানে উৎসাহী হলেও সামনের রমযান গুলোতে বিক্রির উপর নির্ভর করবে লাভ লোখসান। সরজমিনে দেখা যায়,উপজেলার সদরপুর,ভাষানচর, কৃষ্ণপুর, বিষ্ণুপুর, আকোটেরচর ইউনিয়নের প্রায় দুই হাজার একর জমিতে এবছর বাঙ্গির চাষ করা হয়েছে। বাঙ্গি রবি মৌসুমের ফসল হলেও বর্ষা মৌসুমেও এর ব্যাপক ফলন পাওয়া যাচ্ছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরের চেয়ে এ বছর বাঙ্গির ভালো ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বর্তমানে ভালো মানের বাঙ্গি ১৫শ থেকে ২হাজার টাকা শ’হিসেবে বিক্রি হচ্ছে বলেন জানান মটুকচর গ্রামের কৃষক আলমগীর হোসেন। প্রতি বছর রমযান কে লক্ষ্য করেই এ ফসলেরর আবাদ করেন এখানকর কৃষক। #
নিউজ টুডে ফরিদপুর, ১৯ জুন।
No comments:
Post a Comment