কারাবন্দী ছাত্রদল নেতা খোকনের চিকিৎসা’র দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, June 19, 2015

কারাবন্দী ছাত্রদল নেতা খোকনের চিকিৎসা’র দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা

নিউজ টুডে ফরিদপুর, ১৯ জুন।
ফরিদপুর জেলা কারাগারে বন্দী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এর চিকিৎসা’র দাবী জানিয়েছে পরিবারের সদস্যরা। শুক্রবার কারাগারে খোকনের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান পরিবারের সদস্যরা।
গত ১৫ জুন ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকা থেকে ২৫টি ককটেল ও ১৫টি পেট্রোল বোমাসহ আনিসুর রহমান তালুকদার খোকন(৩৯)সহ তিনজনকে আটক করেছে র‌্যাব। অন্য দুজন হচ্ছে ঢাকার গেন্ডারিয়া এলাকার  মো.আলী ভূঁইয়া(২৮) ও খুলনার সোহাগ গাজী(২৭)। এ ব্যাপারে র‌্যাব বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে। র‌্যাব-৮,ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক খালেদ-উজ-জামান বলেন, সাবেক ছাত্রদল নেতা খোকনের বিরুদ্ধে গত ৮ মার্চ ঢাকার সূত্রাপুর থানা এবং একই তারিখে ঢাকার পল্টন থানায় বিস্ফোরকদ্রব্য আইনে আরেকটি মামলা হয়। সূত্রাপুর থানার মামলা নম্বর -৩ এবং পল্টন থানার মামলা নম্বর-১৭। তিনি বলেন ছাত্রদল নেতা খোকন এতদিন পলাতক ছিলেন।
তবে খোকনের ভাই আতিকুর রহমান জানিয়েছেন, তার ভাই খোকনকে গত মার্চ মাসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঢাকার ধানমন্ডি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এর পরে থেকে তার কোন খোঁজ পাচ্ছিলাম না আমরা। সোমবার জানতে পারি ফরিদপুরে র‌্যাব তাকে আটক করেছে।
খোকনের আরেক ভাই ইমরান জেলগেটের বাইরে সাংবাদিকদের জানান,  ৩ মাসের উপরে আমার ভাই নিখোঁজ ছিল। সে অনেক অসুস্থ। আমাদের সাথে দেখা করে তিনি তার অসুস্থতার কথা জানিয়েছেন। আমরা কারা কর্তৃপক্ষ ও সরকারের কাছে আমার ভাইয়ের উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবী জানাচ্ছি। এসময় পরিবারের সদস্যরা দাবী করেন, খোকনের মেরুদন্ড, হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যাথা রয়েছে। খোকনের দ্রুত মেরুদন্ড চিকিৎসা করা প্রয়োজন বলে জানান তারা।
এদিকে র‌্যাবের দায়ের করা মামলায় পুলিশ খোকনের ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে। আগামী রবিবার রিমান্ড আবেদনের শুনানী দিন ধার্য করা হয়েছে।
নিউজ টুডে ফরিদপুর,১৯ জুন, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages