চরভদ্রাসনে মরিচ ১২০টাকা, প্রবল বর্ষনে বিপর্যস্ত জনজীবন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, June 27, 2015

চরভদ্রাসনে মরিচ ১২০টাকা, প্রবল বর্ষনে বিপর্যস্ত জনজীবন

এ.এস.কাজল, চরভদ্রাসন থেকেঃ
গত কয়েক দিনের প্রবল বর্ষনে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মানুষের জীবন-জীবিকার উপর বিরুপ প্রভাব ফেলেছে। সবচেয়ে বেশী প্রভাব পরেছে উপজেলার কাচা বাজার গুলোতে।
চরভদ্রাসনের কাঁচাবাজার ঘুরে দেখা যায় লেবু ও শশার মূল্য ছাড়া বাকী সব ধরনের সব্জি, কাচা মালের দাম কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। এক কেজি কাঁচা মরিচ বিক্রী হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এক সপ্তাহ আগে এর দাম ছিল মাত্র ২০ টাকা। রমজান মাসে এমনিতেই ভোগ্য পন্যের দাম বেশী থাকে তার উপরে টানা বর্ষণে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রন হয়ে পরেছে। চরভদ্রাসন বাজারের কাঁচামাল ব্যবসায় মো. লিটন বলেন, বৃষ্টির কারণে মালের আমদানি কম থাকায়  আমাদের চড়া মূল্য দিয়ে  মালামাল কিনতে হচ্ছে ,বিক্রিও করতে হচ্ছে চড়া দামে। ক্রেতা মো: বোরহানউদ্দিন মোল্যা বলেন, যাই কিনতে যাই তারই দিগুন দাম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এই ক্রেতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিরউদ্দিন জানান বিষয়টি তিনি অবগত হয়েছেন, বৃষ্টির প্রভাব কমে গেলে বাজার মূল্য স্বাভাবিক হবে বলে তিনি আশা করেন। এরপরেও কেউ অস্বাভাবিক মূল্য নেওয়ার চেষ্টা করলে ব্যবস্থা গ্রহন করা হবে। #
নিউজ টুডে ফরিদপুর, ২৭ জুন, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages