মনিরুল ইসলাম টিটোঃ
গত চার দিনের টানা বর্ষণে বিপর্যস্ত ফরিদপুরের জনজীবন। ধারাবাহিক বৃষ্টির কারনে ক্ষতির মুখে পড়েছে জেলার নি¤œ আয়ের সাধারন মানুষ। এদিকে ঈদকে সমানে রেখে ব্যবসা প্রতিষ্ঠান গুলো জমজমাট থাকার কথা থাকলেও অতিবৃষ্টির কারনে শহরের বড় বড় বিপনী বিতান গুলো ক্রেতা শুন্য হয়ে পড়েছে। তবে ভীড় জমেছে ছাতার দোকানে। অনেকেই আবার পুরানো ছাতাগুলো মেরামত করিয়ে নিচ্ছেন। জীবিকার তাগিদে বৃষ্টি উপক্ষে করেও বাইরে বেরুতে হচ্ছে নি¤œআয়ের পেশা জীবি ও কর্মজীবিদের। শহরের রিকসা ও অটো বাইক চাকলরা বৃষ্টিতে ভিজেই নেমেছেন রাস্তায়। যদিও ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে। শনিবার দুপুর পর্যন্ত শহর ছিলো প্রায় জনশূন্য। জেলা আবহওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শেষ তিন দিনে রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে ফরিদপুর অঞ্চলে। #
নিউজ টুডে ফরিদপুর, ২৭ জুন, ২০১৫।
গত চার দিনের টানা বর্ষণে বিপর্যস্ত ফরিদপুরের জনজীবন। ধারাবাহিক বৃষ্টির কারনে ক্ষতির মুখে পড়েছে জেলার নি¤œ আয়ের সাধারন মানুষ। এদিকে ঈদকে সমানে রেখে ব্যবসা প্রতিষ্ঠান গুলো জমজমাট থাকার কথা থাকলেও অতিবৃষ্টির কারনে শহরের বড় বড় বিপনী বিতান গুলো ক্রেতা শুন্য হয়ে পড়েছে। তবে ভীড় জমেছে ছাতার দোকানে। অনেকেই আবার পুরানো ছাতাগুলো মেরামত করিয়ে নিচ্ছেন। জীবিকার তাগিদে বৃষ্টি উপক্ষে করেও বাইরে বেরুতে হচ্ছে নি¤œআয়ের পেশা জীবি ও কর্মজীবিদের। শহরের রিকসা ও অটো বাইক চাকলরা বৃষ্টিতে ভিজেই নেমেছেন রাস্তায়। যদিও ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে। শনিবার দুপুর পর্যন্ত শহর ছিলো প্রায় জনশূন্য। জেলা আবহওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শেষ তিন দিনে রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে ফরিদপুর অঞ্চলে। #
নিউজ টুডে ফরিদপুর, ২৭ জুন, ২০১৫।
No comments:
Post a Comment