চরভদ্রাসনে পদ্মার ভাঙ্গনের ঝুকিতে কয়েকটি গ্রাম। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, July 5, 2015

চরভদ্রাসনে পদ্মার ভাঙ্গনের ঝুকিতে কয়েকটি গ্রাম।

এ.এস.কাজল, চরভদ্রাসন থেকে ঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মানদীর পানি বৃদ্ধির কারনে বেশ কয়েকটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। জীবনের ঝুকি নিয়ে রাত কাটাচ্ছে কয়েক শত পরিবার। গত মঙ্গলবার রাতে বড় বালিয়া ডাঙ্গী গ্রামে হঠাৎ করে নদী ভাঙ্গন দেখা দেয় বলে জানায় স্থানীয়রা। দ্রুত সরিয়ে নেয়া হয়  ফরহাদ মোল্যা, নয়ন খান, জামাল খান, জয়নাল খান ও ডা:আব্দুর রশিদের বসতবাড়ি। এসময় নদী গর্ভে বিলীন হয়ে যায় প্রায় এক বিঘা জমি। ডা. আব্দুর রশিদ জানিয়েছেন, ওই দিনের চেয়ে এখন ভাঙ্গন পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে ওই এলাকা এখনো ঝুকিতে রয়েছে। বর্ষার পানি কমার সাথে সাথে ভাঙ্গনের তীব্রতাও বাড়বে বলে আশঙ্কা তাদের।
চরভদ্রাসনের পদ্মা পাড় ঘেষা বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে অনেকেই জীবনের ঝুকি নিয়ে নদীপারেই বসবাস করছে। উপজেলার এমপিডাঙ্গী, বালিয়াডাঙ্গী, হাজিডাঙ্গী, গোপালপুর ঘাটসহ বেশকয়েকটি স্থান থেকেই শুরু হতে পারে ভাঙ্গন। পদ্মার ভাঙ্গন থেকে উপজেলাকে রক্ষায় এখনোই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার দাবী জানিয়েছেন এলাকাবাসী। #
নিউজ টুডে ফরিদপুর, ৫ জুলাই, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages