সালথায় পাঁচ বছরে ৫৭ জনের আত্মহত্যা ! - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, July 5, 2015

সালথায় পাঁচ বছরে ৫৭ জনের আত্মহত্যা !

নুরুল ইসলাম, সালথা প্রতিনিধি ঃ
ফরিদপুরের সালথায় গত বছরে ৫৭ জন আত্মহত্যা করেছে। প্রতিবছরই আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। সালথা থানা সুত্রে জানা গেছে, গত ৫ বছরে উপজেলার বিভিন্ন স্থানে নারী-পুরুষ দিয়ে মোট ৫৭ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে ২০১৫ সালে সোনাতন মন্ডল (৬২), পুজা শাহা (২৫), মিঠন পাল (২২), কাকলী খাতন (৩৫), খাদিজা বেগম (২০), ইনচুর ফকির (৪৫), তাসলিমা আক্তার (২৬), হান্নান মোল্যা (৫০) ও আবতাপ শেখ (৪২) নামে ৯ জন আত্মহত্যা করে। এছাড়া ২০১১ সালে ১৫ জন, ২০১২ সালে ১০ জন, ২০১৩ সালে ৫ জন ও ২০১৪ সালে ১৮ জন আত্মহত্যা করেছে। এসব আত্মহত্যার ঘটনায় ৫৭টি ইউডি মামলা হয়েছে থানায়। পারিবারিক বিরোধ, প্রেম গঠিত কারন, মনসিক রোগ ও প্রতিবেশীর উপর অভিমান করে এর বেশীরভাগ অত্মহত্যার ঘটনা ঘটেছে। সচেতনতা ও ভ্রাতৃত্ববোধ, নির্ভরশীলতা বাড়ানো গেলেই আত্মহত্যার প্রবনতা কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অপরদিকে তদন্ত করে অত্যহত্যার প্ররোচনা কিংবা দায়ী ব্যাক্তিদের শাস্তির মুখোমুখি করলেও অত্মহত্যা প্রবনতা কমবে বলে মনে করেন কেউ কেউ। #
নিউজ টুডে ফরিদপুর, ৪ জুলাই, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages