ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় ছেলে নিহত, বাবা আহত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, July 5, 2015

ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় ছেলে নিহত, বাবা আহত

ভাঙ্গা প্রতিনিধি
শনিবার সকালে ভাঙ্গা উপজেলার হামেরদী এলকায় সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত ও বাবা আহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ডে একটি নসিমনকে বরিশালগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে নসিমনটি উল্টে খাদে পড়ে যায়। এসময় নসিমনের চালক জামাল খা (৪০) ও নসিমনে থাকা তার ছেলে কবির খা (১০) গুরুতর আহত হয়। এলাকাবাসী আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিসৎক কবির খাঁকে মৃত ঘোষনা করে। জামাল খা’র বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায়। #
নিউজ টুডে ফরিদপুর, ৪ জুলাই, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages