ইতিহাসবিদ ড. এএফ সালাহউদ্দিন আহমদ-এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, October 18, 2015

ইতিহাসবিদ ড. এএফ সালাহউদ্দিন আহমদ-এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

নিউজ টুডে ফরিদপুর, ১৮ অক্টোবর।
খ্যাতিমান ইতিহাসবিদ জাতীয় অধ্যাপক ড. এএফ সালাহউদ্দিন আহমদ-এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে তার গ্রামের বাড়ি মুকসুদপুরে। আগামীকাল ১৯ অক্টোবর তার প্রথম মৃত্যু বার্ষিকী হলেও গতকাল শনিবার এই উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বৃহত্তর ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদ সালাহউদ্দিন আহমদের মুকসুদপুরের বাঁশবাড়িয়াতে এক স্মরণ সভার আয়োজন করে তার দাদার নামে প্রতিষ্ঠিত আলী আহমদ স্মৃতি পাঠাগারে। স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তফা করিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক লেখক এমদাদুল হক. সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আলতাফ হোসেন, মৃণাল সেন চলচিত্র সংসদের সম্পাদক মৃধা রেজাউল এবং ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদের সম্পাদক মফিজ ইমাম মিলন।
ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদের পক্ষ থেকে সালাহউদ্দিন আহমদের একটি পোট্রেট ফটোগ্রাফ ও পরিষদের প্রকাশনা সমগ্র প্রদান করা হয় পাঠাগারে। উল্লেখ্য ইতিহাসবেত্তা ড. সালাহউদ্দিন আহমদ ১৯২২ সালের ৯ সেপ্টেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর থানার বাঁশবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার দাদা মৌলভী আহমদ আলী মুসলমানদের মধ্যে প্রথম ইংরেজীতে এমএ পাশ করেছিলেন। তার স্মরণে আলী আহমদ স্মৃতি পাঠাগার পরিচালিত হয়ে আসছে। #
-প্রেস রিলিজ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages