ফরিদপুরে ৫’শ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী গ্রেফতার। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, October 18, 2015

ফরিদপুরে ৫’শ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

নিউজ টুডে ফরিদপুর, ১৮ অক্টোবর
ফরিদপুরের মধুখালী উপজেলার কলেজ রোড এলাকা থেকে ৫’শ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম আলী আকবর ফকির (৪০)। সে ওই এলাকার পাচু ফকিরের ছেলে। গ্রেফতারকৃত আলী আকবরের বিরুদ্ধে ইতিপূর্বে মাদকসহ ১০ টি মামলা রয়েছে।  রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্বিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মধুখালী থানার ওসি মো. রুহুল আমীনসহ পুলিশদল নিয়ে গোন্দারদিয়ায় অভিযান চালিয়ে আলী আকবরকে গ্রেফতার করা হয়। পরে তার স্বিকারোক্তি মোতাবেক নির্মানাধীন ভবনের মধ্য থেকে দুটি বস্তায় রক্ষিত ৫’শত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জব্দকৃত ফেন্সিডিলের মুল্য আনুমানিক তিন লাখ টাকা জানিয়ে তিনি আরো জানান, আটককৃতের বিরুদ্ধে অন্তত ১০টি মাদক আইনে মামলা রয়েছে।
এঘটনায় মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাহার বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।#

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages