অনলাইন থেকে আয়...Make Money Just Using internet - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, October 2, 2016

অনলাইন থেকে আয়...Make Money Just Using internet

নিউজটুডেফরিদপুরঃ
অনলাইন থেকে টাকা আয় করা যায়। এইটা অনেকেই জানলেও সঠিক পদ্ধতিটা অনেকেই জানেন না। আর তাই তারা ইচ্ছে ও সময় থাকা সত্বেও সুযোগটি নিতে পারেন না। অনলাইন থেকে অনেক ভাবেই টাকা আয় করা যায়। যাকে সকলেই আউটসোর্সিং বলে।  আউটসোর্সিং এর মধ্যে রয়েছে, গ্রাফিক্স ডিজাইন, ডোমেইন হোস্টিং, ভিডিও এডিটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং, লিংক বিল্ডিংসহ আরো অনেক কাজ। এসব করতে আপনাকে আগে এই কাজগুলো জানতে হবে। তারপরে টেন্ডার এর মত বিড করে আপনাকে কাজ ধরতে হবে। বায়ারের পছন্দ মত কাজ শেষ করতে পারলেই পাবেন টাকা।  আউটসোর্সিং এর সবচেয়ে নিচের ধাপ ও সহজ কাজ হচ্ছে পিটিসি(PTC) । পিটিসি হচ্ছে পে টু ক্লিক। মানে হচ্ছে আপনি add ক্লিক করে টাকা আয় করতে পারবেন। যদিও অনেক ফ্রিল্যান্সার মনে করেন পিটিসি আউটসোর্সিং এর মধ্যে পরে না। তবে বাংলাদেশের মত জায়গায় থেকে সবচেয়ে সহজে আপনি এই কাজ করতে পারেন। আর এটি শুরু করলে ধীরে ধীরে আপনি আউটসোর্সিং জগত সম্পর্কে আরো জানতে পারবেন।  এখন কথা হচ্ছে কিভাবে শুরু করবেন । এজন্য আপনাকে বিশ্বসযোগ্য ও payment দেয় এমন সাইট খূজে বের করতে হবে। internet জগতে হাজার হাজার ptc site পাবেন আপনি। তবে তাদের মধ্যে অনেকই রয়েছে scam site । আপনাদের সুবিধার্থে নিচে কয়েকটি reliable ptc site er link দেয়া হল। ফ্রিল্যান্সারদের মতে এরা নিয়মিত member দের Payment দিয়ে আসছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages