চরভদ্রাসনের গোলাম মওলার পি এইচ ডি ডিগ্রি অর্জন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, February 24, 2018

চরভদ্রাসনের গোলাম মওলার পি এইচ ডি ডিগ্রি অর্জন

নিউজটুডেফরিদপুরঃ
ছোট বেলা থেকেই মেধার পরিচয় দিয়ে আসছে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের  এম পি ডাঙ্গী গ্রামের নিবাসী আ: ওয়াহেদ মন্ডলের ছোট ছেলে গোলাম মওলা। চরভদ্রাসন সরকারী কলেজ হতে ১৯৯৪ সনে বিজ্ঞান বিভাগ হতে এইচ এস সি পাশ করেন তিনি। ২০০১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে “কৃষি তত্বে” উচ্চতর ডিগ্রী অর্জন করেন তিনি।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রাণি বিদ্যা বিভাগের অধীনে তার রচিত ÒRelationship between phenological stages of boro rice and the stages of life cycle of yellow rice stem borer (Scirpophaga Incertulas)”  শীর্ষক অভিসন্দর্ভের জন্য পি,এইচ,ডি ডিগ্রী অর্জন করেন।

তার এই অর্জন পরিবেশের কোন ক্ষতি না করে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে কোন কিটনাষক ব্যাবহার না করে পোকার জীবন চক্র জেনে পনের দিন আগে/পরে ফসল বপন বা রোপন করে পোকা দমনে বিশেষ কৌশল হিসেবে কাজে লাগবে । যা আমাদের কৃষি খাতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages