আগুনে পুড়ে গেলে তাৎক্ষনিক যা করবেন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, February 21, 2018

আগুনে পুড়ে গেলে তাৎক্ষনিক যা করবেন

নিউজটুডেফরিদপুরঃ
রান্না করতে গিয়ে, কিংবা যেকোন ভাবেই দগ্ধ হতে পারেন আপনি। দগ্ধ হওয়ার সাথে সাথেই ফাস্ট এইড ও হাসপাতালে নিতে হবে।

কিন্তু আগুনে পোড়া’র জ্বালা পোড়া কমানোর ঘরোয় কিছু উপায় যা ব্যাবহার করতে পারেন হাসপাতাল যাওয়ার আগে।

ঠান্ডা পানি: কোথাও পুড়ে গেলে প্রথমেই সেখানে খুব ভালো করে ঠান্ডা পানি ঢালুন। কিন্তু, মনে রাখবেন কখনোই বরফ ঘষা যাবে না। এতে আরও বেশি ক্ষত হবে।

অ্যালোভেরা: পুড়ে যাওয়া স্থানে অ্যালোভেরার জল লাগান। জ্বালা-পোড়া কমে যাবে এবং ঠা-া অনুভব হবে। অ্যালোভেরার রস ক্ষত শুকাতে অসাধারণ কাজ করে।

দই: দই বা কাচা দুধ ক্ষতের জ্বালা-পোড়া দ্রুত কমিয়ে দেয়। পুড়ে যাওয়া জায়গায় ৩০-৪০ মিনিট দই দিয়ে রাখুন। এতে জ্বালা-পোড়া তো কমবেই, ফোসকা না পড়াতে সাহায্য করবে।

মধু: মধু এন্টিসেপটিক হিসেবে দারুণ কাজ করে। পুড়ে যাওয়ার সাথে সাথে মধু লাগাতে পারলে জ্বালা-পোড়া অনেক কমে যাবে। সঙ্গে পোড়া দাগও হওয়ার সম্ভাবনা কমে যাবে।

টুথপেস্ট: টুথপেস্ট শুধু দাঁত মাজার ক্ষেত্রেই ব্যবহার হয় না। পুড়ে যাওয়া স্থানে টুথপেস্ট লাগালে উপকার পাবেন শতভাগ।
কলার খোসা: কলার খোসা জ্বালা-পোড়া কমাতে খুবই উপকারি। পুড়ে যাওয়া স্থানে কলার খোসা এন্টিসেপটিক হিসেবে কাজ করে।

অলিভ অয়েল: অলিভ অয়েলও পোড়া ঘায়ের জন্য বেশ উপকারি। পোড়া ঘা শুকানোর সময় চামড়া টানটান করে, এ সময় অলিভ অয়েল দিলে চামড়া মসৃণ থাকে। কষ্ট কম হয়। চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages