মৃত্যুর কাছে হার মানলেন ছিনতাইকারীদের হাতে আহত ফমেক এর সেবিকা অরুনীমা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, February 22, 2018

মৃত্যুর কাছে হার মানলেন ছিনতাইকারীদের হাতে আহত ফমেক এর সেবিকা অরুনীমা

নিউজটুডেফরিদপুরঃ
৫ দিন ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পরে আজ বৃহস্পতিবার সকালে মৃত্যু হলো ছিনতাইকারীদের কবলে পড়ে আহত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স অরুনীমা বিশ্বাস। দুই দিন আগেই অরুনীমাকে ক্লিনিক্যালি ডেড ঘোষনা করেছিল চিকিৎসকরা। তারপরও লাইফ সাপোর্টে ছিলেন তিনি। আজ সকাল ৯ টার দিকে লাইফ সাপোর্ট খুলে নিলে মৃত্যুর কোলে ঢলে পড়েন অরুনীমা।

নিহত অরুনীমা বিশ্বাস ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স ও একই সাথে নার্স সুপারভাইজার ছিলেন। তিনি ওই হাসপাতালেরই নাক, কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক নৃপেন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী।

উল্লেখ্য যে, গত শনিবার সকালে অরুনিমা রিকশাযোগে তাঁর কর্মস্থল ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে শহরের ঝিরটুলী এলাকার সদর ভূমি অফিসের সামনে মোটরসাইকেলে করে এসে  দুই ছিনতাইকারী তার হাত থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় অনিমা রিকশা থেকে পাকা সড়কের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়।


অরুনীমা’র স্বামী ডা. নৃপেন্দ্রনাথ জানান, ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে অরুনিমাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পাঁচ দিন পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে তাঁর লাইফ সাপোর্ট খুলে দেন।

তিনি জানান ' দুপুরে অরুনিমার মরদেহ ফরিদপুরের বাসায় নেওয়া হবে। পরে গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার খালফোলিয়া গ্রামে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।'

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (তদন্ত) বিপুল কুমার দে, এই ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি জানিয়ে বলেন, পুলিশ ছিনতাইকারীদের ধরতে তৎপর রয়েছে।

অরুনীমা’র মেয়ে প্রাপ্তি বিশ্বাস ফরিদপুর ডায়াবেটিক মেডিক্যালে এমবিবিএস পড়ছেন। ছেলে প্রত্যয় বিশ্বাস সপ্তম শ্রেণির ছাত্র। অরুনীমা ও নৃপেন দম্পতি শহরের ঝিলটুলী দক্ষিণ কালীবাড়ী এলাকার একটি ফ্লাটে থাকতেন। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages