উচ্চ মাধ্যমিকেই নভো এয়ারে চাকরীর সুযোগ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, February 25, 2018

উচ্চ মাধ্যমিকেই নভো এয়ারে চাকরীর সুযোগ

নিউজটুডেফরিদপুরঃ
আকাশে উড়ার স্বপ্ন যাদের, তাদের জন্য সুযোগ নিয়ে এসেছে নভো এয়ার। দেশের অন্যতম বেসরকারি এই এয়ারলাইন্সটি সম্প্রতি কেবিন ক্রু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এইচএসসি বা এ লেভেল সম্পন্নকারী তরুণ-তরুণীরা পদটিতে আবেদন করতে পারবেন। ছেলেদের কমপক্ষে ১৬৮ সে.মি. এবং মেয়েদের ক্ষেত্রে ১৫৮ সে.মি. উচ্চতা থাকতে হবে। ওজন বডি মাস ইনডেক্স অনুযায়ী উচ্চতা ও বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। চোখের দৃষ্টিশক্তি ভালো হওয়া লাগবে। বয়স হতে হবে ২০ থেকে ২৬ বছরের মধ্যে। দেহে কোনো দৃশ্যমান ট্যটু থাকা যাবে না, অবশ্যই সাঁতার জানতে হবে। বাংলা ও ইংরেজিতে লেখা এবং কথা বলার দক্ষতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের নভোএয়ারের ওয়েবসাইট
http://career.flynovoair.com/jobs/cabin-crew-malefemale-2/  থেকে সিভি ফরম্যাট ডাউনলোড করে পূরণ করতে হবে। নির্দিষ্ট ফরম্যাটের সিভি এক কপি পাসপোর্ট সাইজের এবং তিন কপি থ্রিআর সাইজের ছবিসহ পাঠাতে হবে ‘নভোএয়ার লিমিটেড, হাউজ- ৫০, রোড- ১১, ব্লক- এফ, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায়।

আবেদনপত্র পাঠাতে হবে ২৭ ফেব্রুয়ারির মধ্যে

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages