নগরকান্দায় বৃষ্টিতে কৃষি পন্যের ব্যাপক ক্ষতি - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, May 5, 2018

নগরকান্দায় বৃষ্টিতে কৃষি পন্যের ব্যাপক ক্ষতি

বোরহান আনিস, নিউজটুডেফরিদপুরঃ
ফরিদপুরের নগরকান্দায় শিলা বৃষ্টি ও ভারী বর্ষণে পাট এবং ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে নগরকান্দার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি, ভারী বর্ষণ ও ঝড়-হাওয়া বয়ে যায়।

এতে পিয়াজ, ধান ও পাট অধ্যুষিত নগরকান্দায় অতি বর্ষনে কৃষকদের পিয়াজ আবাদে পানি জমে পিয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। সে ক্ষতির পরপর আবার পাট ও ধান ক্ষেতে পানি জমে গিয়েছে। এছাড়াও বৃষ্টির সাথে প্রচুর শিলা বর্ষিত হওয়ায় যেমন পাটের আগা ভেঙ্গে ক্ষতি হয়েছে তেমনি পাকা ধানের শীষ ভেঙ্গে নুইড়ে পড়েছে। অন্যদিকে কোন কোন ক্ষেতে পাটের চারা পানির নিচে আবার কোন জমিতে পানি জমে পাট গাছ পচে যাচ্ছে। এ বছর নগরকান্দায় ১১ হাজার ৮ শত হেক্টোর জমিতে পাটের আবাদ হয়েছে। তার মধ্যে প্রায় ৭ হাজার হেক্টোর জমির পাট পানির নিচে।


উপজেলা কৃষি কর্মকর্তা আশুতোষ কুমার চক্রবর্তী বলেন, শীগ্র ক্ষেত থেকে পানি নিষ্কাশন করতে পারলে কৃষকের ক্ষতি কিছুটা কমবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ বলেন, ভারীবর্ষন ও অতি শিলার আঘাতে কৃষকদের পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতি মধ্যে উর্দ্ধতন কর্তপক্ষকে মৌখিক ভাবে অবহিত করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ক্ষতির পরিমান নিরুপন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে ক্ষতিপূরন দেওয়ার ব্যবস্থা করা হবে।#

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages