সুন্দর গোলাপী ঠোট পেতে চাইলে - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, May 3, 2018

সুন্দর গোলাপী ঠোট পেতে চাইলে

ডেক্স, নিউজটুডেফরিদপুরঃ
ঠোঁট কালো বা ফ্যাকাসে হলে মোটেই দেখতে ভালো লাগে না। গোলাপী, নরম ও স্বাস্থ্যকর ঠোঁট পেতে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে।

আর্দ্রতা হারালে ঠোঁট বিবর্ণ হয়ে যায়। ঠোঁটের রং কালো হয়ে যায়। তাই ঠোঁটের আর্দ্রতা সব সময়ই ধরে রাখা উচিত এর জন্য ভালো লিপবাম খুব কাজের হতে পারে। কিন্তু আমরা অনেকেই লিপবাম সঠিক প্রয়োগ করি না। ঠোঁটকে শুষ্ক হতে দিই।

ঠোঁটের ত্বক খুবই পাতলা হওয়ায় খুব দ্রুত তা শুষ্ক হয়ে ফেটে যায়। ঠোঁটকে ভালো রাখতে তাই প্রতিনিয়ত মরা কোষ দূর করা দরকার।

শুধু দেহের চামড়াই রোদে পুড়ে যায়? ঠোঁটেও একইভাবে সানবার্ন হয়। অতি বেগুনি রশ্মি থেকে তাই ঠোঁটকে রা করা খুব জরুরি। খুব বেশি রোদে ঘোরাঘুরি করবেন না।

প্রতিনিয়ত ধূমপানের অভ্যাসও কালো ঠোঁটের একটা বড় কারণ। সিগারেটের নিকোটিন ঠোঁটে প্রবেশ করে বিবর্ণ করে তোলে ঠোঁটকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠোঁটের যতœ না নেওয়ার অভ্যাস।

আমরা যতটা মুখের ত্বকের উপর নজর দিই, তার বিন্দুমাত্রও কিন্তু ঠোঁটের দিকে দিই না। সুন্দর গোলাপি ঠোঁট পেতে এই অভ্যাসও বদলাতে হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages