‘ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে’-এলজিআরডি মন্ত্রী। ‘অস্ট্রেলিয়া গো হারা হারবে সেই ভয়েই সফরে আসে নাই’-ক্রীড়া প্রতিমন্ত্রী। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, October 16, 2015

‘ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে’-এলজিআরডি মন্ত্রী। ‘অস্ট্রেলিয়া গো হারা হারবে সেই ভয়েই সফরে আসে নাই’-ক্রীড়া প্রতিমন্ত্রী।

নিউজ টুডে ফরিদপুর, ১৬ অক্টোবরঃ
‘ফুটবলের হারানো ঐহিত্যকে ফিরিয়ে আনা হবে’ বলে ঘোষনা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি আজ বাখুন্ডা কলেজ মাঠে খন্দকার মোশারফ হোসেন গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। তিনি বলেন, ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য ফরিদপুরে খন্দকার নুরু মিয়া গোল্ড কাপ ও খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে প্রত্যান্ত অঞ্চল থেকে প্রতিভা উঠে আসবে।
একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। তিনি তার বক্তব্যে বলেন,  অস্ট্রেলিয়ার পত্রিকা রিপোর্ট প্রকাশ করছে যে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম ফর্মে ছিল না, বাংলাদেশে খেলতে আসলে অস্ট্রেলিয়া গো হারা হারতো আর সেই ভয়েই অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর বাতিল করেছে। তিনি এসময় আরো বলেন, খেলা যুব সমাজকে কর্মঠ করে তোলে একই সাথে মাধক ও অসামাজিক কাজ থেকেও দূরে রাখে। যুব সমাজের উন্নয়নে খেলা ধুলার কোন বিকল্প নেই। এসময় মন্ত্রী সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের দাবী মেনে নিয়ে বাখুন্ডা কলেজ মাঠকে উপজেলা স্টেডিয়াম করার ঘোষনা দেন।
আজ শুক্রবার বিকেলে বাখুন্ডা কলেজ মাঠে সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলার সিনিয়র দায়রা জজ মো. জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপ প্রমুখ।

টুর্নামেন্টে সদর উপজেলার ১১টি ইউনিয়ন থেকে ১১ টি টিম ও উপজেলা পরিষদ থেকে ১টি টিম মোট ১২ টি টিম অংশ নিচ্ছে। আজ প্রথম দিনের উদ্ভোধনী খেলায় অংশ নেয় কৃষ্ণনগর ইউনিয়ন ও গেরদা ইউনিয়ন। খেলায় ২-১ গোলে কৃষ্ণনগর ইউনিয়নকে পরাজিত করে গেরদা ইউনিয়ন। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages